আতঙ্ক কাটছে না আইএসএল ফাইনালের জাপানি রেফারির

ভারতে ফুটবল খেলাতে এসে এখন আতঙ্কই সঙ্গী জাপানের রেফারি ইয়ামামোতোর। আইএসএল ফাইনাল শেষ হয়ে গিয়েছে প্রায় একসপ্তাহ হতে চলল। কিন্তু খেলা বহির্ভূত ঘটনা নিয়ে কাটাছেড়া বন্ধ হল না। এবার মুখ খুললেন ফাইনাল ম্যাচের জাপানি রেফারি ইয়ামামোতো ইউদাই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৫ ১৬:১১
Share:

ভারতে ফুটবল খেলাতে এসে এখন আতঙ্কই সঙ্গী জাপানের রেফারি ইয়ামামোতোর। আইএসএল ফাইনাল শেষ হয়ে গিয়েছে প্রায় একসপ্তাহ হতে চলল। কিন্তু খেলা বহির্ভূত ঘটনা নিয়ে কাটাছেড়া বন্ধ হল না। এবার মুখ খুললেন ফাইনাল ম্যাচের জাপানি রেফারি ইয়ামামোতো ইউদাই। এমনটাই ফেডারেশনকে চিঠি লিখে জানিয়েছেন তিনি। সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাসকে চিঠি লিখে জানিয়েছেন, কিভাবে শারীরিক নির্যাতনের হাত থেকে বেঁচেছেন। ইয়ামামোতো চিঠিতে লিখেছেন, “ম্যাচ শেষ হওয়ার ঠিক পরে বেঞ্চে বসে থাকা প্লেয়ার ও কর্তারা যাদের নেতৃত্বে ছিলেন রাজেশ মালাগি আমার দিকে ছুটে আসে। আমাকে ঘিরে ধরে এবং মারবে বলে হুমকি দিতে থাকে। সহকারি রেফারি ও চতুর্থ রেফারি সিকিউরিটি অফিসারকে নিয়ে এসে আমাকে সেখান থেকে উদ্ধার করেন।”

Advertisement

তিনি আরও দাবী করেন, পুরস্কার পর্বের পর যখন তিনি লকার রুমের দিকে যাচ্ছিলেন তখন আবার তাঁকে হুমকি দেওয়া হয়। বলেন, “সেই সময় আমাদের উদ্দেশে নানা খারাপ কথা উড়ে আসতে থাকে। এফসি গোয়ার অফিশিয়ালরাই করছিলেন। ওদের জার্সি দেখে আমি বুঝতে পারি ওরা গোয়ার। রেফারিদের নিরাপত্তার কারণে ম্যাচ শেষ হওয়ার পরও প্রায় আড়াই ঘণ্টা তাঁদের বসিয়ে রাখা হয়েছিল বলে জানান তিনি। ইয়ামামোতো বলেন, “তার পর আমাদের অন্য একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। যেখানে আমাদের সঙ্গে কোনও জিনিস ছিল না। পরদিন সকালে ব্যাগ ও সব গুরুত্বপূর্ণ আমরা হাতে পাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন