ইস্টবেঙ্গল

‘এ তো প্রথম ম্যাচের কার্বন কপি’, বলছেন হতাশ লাল-হলুদ অধিনায়ক ফক্স

বেঙ্গালুরু এফসিকে হারানোর ছ’দিনের মাথায় ড্র। দলের এমন পারফরম্যান্সে হতাশ এসসি ইস্টবেঙ্গলের কোচ এবং অধিনায়ক। তবে কোচ রবি ফাওলার খুশি অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ১৯:৩৩
Share:

কেরলের বিরুদ্ধে ফক্স। ছবি টুইটার

বেঙ্গালুরু এফসিকে হারানোর ছ’দিনের মাথায় ড্র। দলের এমন পারফরম্যান্সে হতাশ এসসি ইস্টবেঙ্গলের কোচ এবং অধিনায়ক। তবে কোচ রবি ফাওলার খুশি অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারায়। একাধিক ইতিবাচক দিক এই ম্যাচ থেকেও বার করতে চাইছেন তিনি।

Advertisement

ম্যাচের পরে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে লাল-হলুদ কোচ বলেন, “জিততে না পারাটা হতাশার ঠিকই, তবে এই ম্যাচেও একাধিক ইতিবাচক দিক রয়েছে। শেষ মিনিটে সমতা আনতে পেরেছি। তিন পয়েন্ট খোয়াতে পারতাম, কিন্তু তা হয়নি। ওরা গোল করার পরে আমাদের দলের ভারসাম্য কিছুটা হলেও হারিয়ে যায়। এর আগে ছ’দিনে তিনটে কঠিন ম্যাচ খেলেছি আমরা। হয়তো সেই জন্যই আমাদের ফুটবলারদের স্বাভাবিক ছন্দে পাওয়া যায়নি। তবে দল সাহসী ফুটবল খেলেছে। এটা ভাল দিক।’’

পাশাপাশি ফাওলার স্বীকার করে নেন, ডিফেন্সের ভুলেই গোল হজম করতে হয় তাঁদের। বলেন, “আমাদের উইং-ব্যাকরা বিপক্ষকে চাপে রাখার জন্য মাঝে মাঝে উঁচুতে বল রাখছিল। যখন তা আমাদের ফাইনাল থার্ডে ফিরে আসছিল, তখন আরও ভাল ভাবে ডিফেন্ড করা উচিত ছিল। এটা থেকে শিক্ষা নিতে হবে আমাদের। নিজেদের জায়গায় অবিচল থাকতে হবে। আগেও আমরা দেখিয়েছি, কী করতে পারি, কতটা ভাল খেলতে পারি। হাল ছাড়লে চলবে না।’’

Advertisement

কোচের মতো এসসি ইস্টবেঙ্গল অধিনায়ক ড্যানিয়েল ফক্সও স্বীকার করে নেন, তাঁরা শুক্রবার ভাল খেলেননি। আইএসএল মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ফক্স বলেন, “আমরা ভাল খেলতে পারিনি। এতক্ষণ ধরে ওদের এগিয়ে থাকতে দেওয়ার পরে শেষ মুহূর্তে হার বাঁচাতে হয়েছে আমাদের। প্রথম ম্যাচের কার্বন কপি মনে হয়েছে আমাদের। শুধু সে বার আমরা এগিয়ে ছিলাম, ওরা শেষ মিনিটে সমতা এনেছিল। এ বার উল্টোটা হল। সেই ম্যাচে আমাদের জয় প্রাপ্য ছিল। এই ম্যাচে ওদের জেতার কথা ছিল। আমি হতাশ। তবু এক পয়েন্ট পাওয়াটা ভাল।’’

আরও খবর: যুবরাজের ‘ভরতনাট্যম’ ভিডিয়ো দেখে হেসে খুন সমর্থকরা

আরও খবর: রুটের দ্বিশতরান, চারমূর্তির লড়াইয়ে এগিয়ে স্মিথ, অনেক পিছিয়ে কোহালি

জয়ে ফিরতে চান ফক্স। বলেন, “আশা করি পরের ম্যাচগুলোতে আরও ভাল খেলব ও জিতব”। এরপর ইস্টবেঙ্গলকে খেলতে হবে চেন্নাইন এফসি, মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার বিরুদ্ধে। তিনটিই কঠিন ম্যাচ। ফক্সের বক্তব্য, “হয়তো একটা ম্যাচ জিতে আমরা একটু আত্মতুষ্ট হয়ে পড়েছিলাম। ভবিষ্যতে এরকম হলে চলবে না।’’

দুই পয়েন্ট খুইয়ে বেশ হতাশ কেরালা ব্লাস্টার্সের কোচ কিবু ভিকুনা। তাঁর মতে, জেতা ম্যাচ হাতছাড়া হল তাঁদের। ম্যাচের পরে বলেন, “দ্বিতীয়ার্ধে আমাদের চেয়ে ওদের পায়ে বল বেশি ছিল ঠিকই, কিন্তু ওরা কোনও ভাল সুযোগ পায়নি। আমরাই বেশি সুযোগ পেয়েছি। এই হার মেনে নেওয়া খুবই কঠিন। পরপর দুটো জয় খুব দরকার ছিল। তা হলে আমরা লিগ টেবলে কয়েক ধাপ ওপরে উঠতে পারতাম।’’

ইস্টবেঙ্গলের মতো দলের বিরুদ্ধে এই পারফরম্যান্সে বেশ খুশি ভিকুনা। বলেন, “ওদের যথেষ্ট ভাল ফুটবলার রয়েছে। আমাদের পুরো দলই আজ ভাল খেলেছে। ওদের ব্রাইট, মাঘোমা, পিলকিংটনের মতো ফুটবলাররাও বেশি সুযোগ তৈরি করতে পারেনি আমাদের বিরুদ্ধে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন