Sports News

তেন্ডুলকরের সঙ্গে বিরাটের কোনও তুলনা চান না সৌরভ

কোহালি সব থেকে দ্রুত ৫০তম সেঞ্চুরিটি করলেন। এ দিন ভারতের ইনিংস ঘোষণা নিয়ে সৌরভ বলেন, ‘‘ভারতকে সুবিধেজনক জায়গায় পৌঁছে তবে ছাড়তে হত। ওরা একদম ঠিক করেছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৭ ২১:৫৮
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

যখন গোটা বিশ্ব সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাট কোহালির তুলনায় ব্যস্ত তখনই উল্টো পথে হাঁটলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার নিজের আন্তর্জাতিক ক্রিকেটের ৫০তম সেঞ্চুরিটি সেরে ফেলেছেন বিরাট কোহালি। সৌরভের বিশ্বাস ভারত অধিনায়ক এরকমই আরও সেঞ্চুরি করবেন। এ দিন ১০৪ রান করে অপরাজিত থাকেন কোহালি। টেস্ট ক্রিকেটে এটা তাঁর ১৮তম সেঞ্চুরি। সৌরভ বলেন, ‘‘সচিনের সঙ্গে বিরাটের এখনই তুলনা করাটা খুব তাড়াহুড়ো হয়ে যাবে। ওকে এখনও আরও ৫০টি সেঞ্চুরি করতে হবে। কিন্তু যে ভাবে ও এগোচ্ছে তাতে ও এরকম আরও অনেক সেঞ্চুরি করবে।’’

Advertisement

আরও পড়ুন

ইডেন টেস্টে নতুন রেকর্ডে পূজারা

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি বিরাট কোহালির

কোহালি সব থেকে দ্রুত ৫০তম সেঞ্চুরিটি করলেন। এ দিন ভারতের ইনিংস ঘোষণা নিয়ে সৌরভ বলেন, ‘‘ভারতকে সুবিধেজনক জায়গায় পৌঁছে তবে ছাড়তে হত। ওরা একদম ঠিক করেছে।’’ ভারতীয় পেসাররা ১৭ উইকেট নিয়েছেন যেটাকে সৌরভ শুভেচ্ছা জানাচ্ছেন। ভুবনেশ্বর ৮ উইকেট নিয়েছেন। সৌরভ বলেন, ‘‘বোলাররা ভাল বল করেছে। ওরা উইকেট থেকে সমর্থন পেয়েছে এবং তা কাজে লাগিয়েছে। ভুবি আর শামি অসাধারণ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন