Lokesh Rahul

এখনও ওই ম্যাচ নিয়ে দুঃস্বপ্ন দেখি: লোকেশ রাহুল

যদি সম্ভব হত, তা হলে হয়তো সেই ম্যাচটার রেজাল্ট তাঁরা বদলেই দিতেন। কোন ম্যাচ সেটা?

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ১৭:২৫
Share:

নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রাহুল। —ফাইল চিত্র।

একটা ম্যাচ এখনও ভারতীয় ক্রিকেটাররা মেনে নিতে পারেননি। সেই ম্যাচটাকে নিয়ে দুঃস্বপ্ন দেখেন ভারতীয় ক্রিকেটাররা।

Advertisement

যদি সম্ভব হত, তা হলে হয়তো সেই ম্যাচটার রেজাল্ট তাঁরা বদলেই দিতেন। কোন ম্যাচ সেটা? ভারতের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল তুলে ধরলেন বিশ্বকাপ সেমিফাইনালের কথা।

বিশ্বকাপে প্রথম থেকে দারুণ পারফরম্যান্স করে গিয়েছে ভারতীয় দল। কিন্তু শেষ চারে আসল সময়ে ব্যর্থ হন কোহালিরা। সেই ম্যাচ প্রসঙ্গে রাহুল বলছেন, ‘‘যদি কোনও একটা ম্যাচের কথা বলা হয়, তা হলে আমি বলবো বিশ্বকাপ সেমিফাইনালের কথা। এখনও অনেকে ওই ম্যাচের আঘাত কাটিয়ে বেরিয়ে আসতে পারেনি। এখনও ওই ম্যাচটা আমাদের তাড়িয়ে বেড়ায়। এখনও রাতে ওই ম্যাচটাকে নিয়ে দুঃস্বপ্ন দেখি। ঘুম ভেঙে যায় অনেক সময়ে।’’

Advertisement

আরও পড়ুন: ‘সে দিন সচিনকে শূন্য রানে আউট করে বিশ্বস জন্মেছিল, যে কাউকে আউট করতে পারি’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে রান তাড়া করতে নেমে পনেরো মিনিটেই ভারতীয় ব্যাটিং ভেঙে পড়ে। পরে মহেন্দ্র সিংহ ধোনি ও রবীন্দ্র জাদেজা মরিয়া লড়াই করলেও শেষমেশ ভারত ম্যাচটা হেরে যায়। গোটা টুর্নামেন্টে ভাল খেললেও একটা ম্যাচ ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ করে দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন