মুগ্ধ বিরাট: খেলাটা সহজ রোহিত থাকলে

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক ও দুই নম্বরের জুটিতে এল জয়। দু’জনেই করলেন শতরান। যার পরে ভারত অধিনায়ক বিরাট কোহালির মুখে উচ্ছ্বসিত প্রশংসা ‘ডেপুটি’ রোহিত শর্মার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ০৩:১১
Share:

বিরাট কোহালির মুখে উচ্ছ্বসিত প্রশংসা ‘ডেপুটি’ রোহিত শর্মার।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক ও দুই নম্বরের জুটিতে এল জয়। দু’জনেই করলেন শতরান। যার পরে ভারত অধিনায়ক বিরাট কোহালির মুখে উচ্ছ্বসিত প্রশংসা ‘ডেপুটি’ রোহিত শর্মার।

Advertisement

ম্যাচ শেষে তাঁর ও রোহিতের যুগলবন্দি সম্পর্কে ভারত অধিনায়ক টিভিতে বলেন, ‘‘আমি যখন আক্রমণে যাচ্ছিলাম, রোহিত খেলাটা ধরছিল। তার পরে ওকে আমি মারতে বলে নিজে ধরে খেলছিলাম। আমি আউট হওয়ার পরে রায়ডু নামতে রোহিত সেই অ্যাঙ্করের ভূমিকা নিয়ে নেয়। একদিনের ক্রিকেটে এই ব্যাপারটা খুব জরুরি। যা আজ করা গিয়েছে। রোহিতের সঙ্গে এ ভাবে ব্যাট করলে দর্শকরাও মজা পায়। দলও উপকৃত হয়। কাজটা সহজ হয়ে যায়।’’

ভারত অধিনায়ক বলছিলেন, ‘‘আরও কয়েক বছর খেলব। তাই ক্রিকেটকে উপভোগ করতে চাই। দেশের হয়ে খেলাটা আমার কাছে গর্ব ও বড় সম্মান। কারণ এই সুযোগ সকলের কাছে আসে না। তাই কোনও ম্যাচ বা প্রতিপক্ষকেই হাল্কা ভাবে নিই না। এই সততা বজায় রাখতে পারলেই খেলা আপনাকে কিছু ফিরিয়ে দেবে বলেই আমি মনে করি। আর সেটাই করে যাচ্ছি।’’

Advertisement

বিরাট আরও বলেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত ব্যাট করল এ দিন। তবে শেষের দিকে আরও ভাল বোলিং করা উচিত ছিল আমাদের। এই ম্যাচ থেকে শিক্ষা এটাই।’’

ম্যাচ সেরা হওয়ার প্রসঙ্গে ভারত অধিনায়কের মন্তব্য, ‘‘দেশকে জিতিয়ে ম্যাচের সেরা হলে কার না ভাল লাগে। আমারও লাগছে। দারুণ একটা জয় এল আজ। ওয়েস্ট ইন্ডিজের ৩২২ রান একটা চ্যালেঞ্জ ছিল অবশ্যই। কিন্তু আমরা জানতাম যে বড় জুটি তৈরি হলে সেই রান তুলে ফেলা যাবে। সেটাই হয়েছে। আর উল্টো দিকে রোহিত থাকলে বড় জুটি তৈরি সহজ হয়ে যায়।’’

অন্য দিকে সিরিজের প্রথম ম্যাচ হারলেও মন খারাপ নয় ক্যারিবিয়ান শিবিরের। অধিনায়ক জেসন হোল্ডার বলে গেলেন, ‘‘তিরিশ-চল্লিশ রান কম হয়ে গিয়েছে। হেটমায়ার আজ দারুণ ব্যাট করল। পাল্টা লড়াইটা ছুড়ে দিয়েছিল ও। কিয়েরন পাওয়েলও শুরুটা দারুণ করেছিল। নতুন বলে আমাদের ব্যাটসম্যানেরা দারুণ আক্রমণ করেছিল। কিন্তু রাতে বল করতে গিয়ে ভুলভ্রান্তি হচ্ছিল আমাদের পেসারদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন