ইব্রার বিদায়, হারল ইতালি

সুইডেন-কে ইউরোর শেষ ষোলোয় তুলতে না পেরে আন্তর্জাতিক ফুটবলে থেকে এক রাশ হতাশা নিয়ে বিদায় নিলেন জ্লাটান ইব্রাহিমোভিচ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুন ২০১৬ ০৯:২৯
Share:

আটকে গেলেন ইব্রাহিমোভিচ।-রয়টার্স

সুইডেন-কে ইউরোর শেষ ষোলোয় তুলতে না পেরে আন্তর্জাতিক ফুটবলে থেকে এক রাশ হতাশা নিয়ে বিদায় নিলেন জ্লাটান ইব্রাহিমোভিচ। বেলজিয়ামের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে বলেছিলেন, ‘‘ইউরোর পরেই অবসর নিচ্ছি আমি।’’আর বুধবার রাতেই ইউরো স্বপ্ন শেষ হল সুইডেনের। বেলজিয়ামের কাছে ০-১ হেরে। প্রথম দু’ম্যাচের মতো এই ম্যাচেও আটকে গেলেন ইব্রাহিমোভিচ। গোটা টুর্নামেন্টে একটাও গোল করতে পারলেন না। বেলজিয়ামের গোলদাতা রাজদা ন্যানগোলান।

Advertisement

পাশাপাশি আবার ইতালির অপরাজিত রেকর্ডও শেষ করে দিল রিপাবলিক অব আয়ারল্যান্ড। ইউরোর প্রথম বড় অঘটন ঘটিয়ে আন্তোনিও কন্তের ইতালি-কে ১-০ হারাল আয়ারল্যান্ড। ম্যাচের একমাত্র গোল করেন রবি ব্রেডি। তবে হারলেও ইতালি শেষ করল গ্রুপ শীর্ষেই। আর আজ্জুরিদের হারিয়ে শেষ ষোলোয় উঠল আয়ারল্যান্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement