ডে রোসি ছাড়াই কার্যত জার্মানির সামনে ইতালি

চোটের জন্য কোয়ার্টার ফাইনাল খেলতে পারবেন না ড্যানিয়েল ডে রোসি। শনিবার শেয আটের লড়াইয়ে জার্মানির মুখোমুখি হবে ইতালি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৬ ০৪:১৬
Share:

চোটের জন্য কোয়ার্টার ফাইনাল খেলতে পারবেন না ড্যানিয়েল ডে রোসি। শনিবার শেয আটের লড়াইয়ে জার্মানির মুখোমুখি হবে ইতালি।

Advertisement

স্পেনের বিরুদ্ধে ম্যাচে বাঁ থাইয়ে গুরুতর চোট পান রোসি। সেই ম্যাচ অবশ্য আজুরিরা ২-০ জিতেছিল। ইতালির টিমের চিকিৎসক এনরিকো কাস্তেলাচ্চি জানিয়েছেন, ‘‘খুব বাজে ভাবে চোট পেয়েছেন রোসি। আমরা ওকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তুলতে সব রকম চেষ্টা করছি। কিন্তু আগে থেকে কিছু বলতে পারছি না, যে কবে ও মাঠে ফিরতে পারবে।’’ পাশাপাশি রোসি যে শনিবারের ম্যাচে নেই, সেটাও জানিয়ে দিতে ভোলেননি এনরিকো।

কার্ড সমস্যার জন্য টিমের আর এক মিডিও তিয়াগো মোত্তাকে পাবেন না আন্তোনিও কন্তে। এর আগে উইঙ্গার আন্তোনিও কান্দ্রেভা থাইয়ের চোটের জন্য স্পেন ম্যাচ খেলতে পারেননি। স্বভাবতই বেশ চাপেই পড়ে গিয়েছেন কন্তে। এ দিকে ইউরোতে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে জার্মানি। তাদের হারিয়ে শেষ চারে ওঠার লড়াইটা যে সহজ হবে না, সেটা ভাল করেই জানেন ৪৬ বছরের আজুরি কোচ। তবে জার্মানদের বিরুদ্ধে ইতালিরও আট ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে।

Advertisement

ফুটবলারদের পাওয়া না যাওয়াকে অজুহাত হিসেবে মানতে রাজি নন ইতালির ফুটবলাররা। বরং রোমার মিডিও ফ্লোরেঞ্জি বলে দিয়েছেন, ‘‘কোনও ফুটবলারের না থাকাটা কখনওই অজুহাত হতে পারে না।’’ এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘‘আমাদের ২৩ জনই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। ইতিমধ্যেই আমরা বেশ কিছু পাহাড়ে উঠেছি। কিন্তু এখন আমরা এভারেস্টের (জার্মানি) সামনে দাঁড়িয়ে।’’ মোত্তার পরিবর্তে জার্মানির বিরুদ্ধে মাঠে নামতে পারেন জুভেন্তাসের মিডিও স্টিফানো স্তুরারো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন