Jamal Bhuyan

মহমেডান স্পোর্টিংয়ের হয়ে খেলতে চান জামাল

মহমেডান স্পোর্টিংয়ের হয়ে আই লিগ খেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে সইফ স্পোর্টিংয়ের হয়েই খেলবেন জামাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২০ ১৭:৩৫
Share:

বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে সুনীল ছেত্রীকে বিপজ্জনক হতে দেননি জামাল। ছবি-টুইটার।

মহমেডান স্পোর্টিংয়ের হয়ে আই লিগে খেলতে চান বাংলাদেশের তারকা ফুটবলার জামাল ভুঁইয়া। তাঁর বর্তমান ক্লাব সইফ স্পোর্টিংকে এ কথা জানিয়ে দিয়েছেন ৬ নম্বর জার্সিধারী। সইফ স্পোর্টিংয়ের কর্তা নাসিরউদ্দিন আনন্দবাজার ডিজিট্যালকে বলেন,‘‘জামাল কলকাতার মহমেডান স্পোর্টিংয়ে খেলতে চায়। আমাদের তা জানিয়েছে।আমরাও সেই মতো কাগজপত্র তৈরি করছি।”

Advertisement

মহমেডান স্পোর্টিংয়ের হয়ে আই লিগ খেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে সইফ স্পোর্টিংয়ের হয়েই খেলবেন জামাল। এ কথা তিনি জানিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্লাবকর্তাদের। বাংলাদেশ লিগের দ্বিতীয় পর্ব শুরু হতে পারে আগামী বছরের ৩০ এপ্রিল। সব ঠিকঠাক থাকলে আই লিগ শুরু হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে। এ দিকে দ্বিতীয় ডিভিশন আই লিগে চ্যাম্পিয়ন হয়েছে মহমেডান স্পোর্টিং। সাত বছর পরে আবার আই লিগে খেলতে দেখা যাবে কলকাতার এই ক্লাবকে। আর আই লিগে সাদা-কালো জার্সি পরে খেলা প্রায় পাকা জামালের।

সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানায় জামালের জীবন! তাঁর মা-বাবা থাকতেন বাংলাদেশের কিশোরগঞ্জে। পরে তাঁরা চলে যান ডেনমার্কে। সেখানেই জন্ম জামালের। বেড়ে ওঠাও সেখানেই। ১৫ বছর বয়সে ডেনমার্কে থাকার সময়ে গুলিবিদ্ধ হন জামাল। সেই জামালের নেতৃত্বে খেলেছে বাংলাদেশ। কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলে গিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: নাইটদের স্বপ্নভঙ্গের রাতে ‘নতুন নায়ক’ পেয়ে গেল বাংলা

তাঁর ফ্রি কিক থেকেই সেই ম্যাচে গোল করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন সাদউদ্দিন। খেলার শেষ লগ্নে ভারতের হয়ে সমতা ফেরান আদিল খান। ভারতের বিরুদ্ধে নজর কেড়েছিলেন জামাল। এ বারের আই লিগে মহমেডানের জার্সি পরে নামবেন বাংলাদেশের মাঝমাঠের তারকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন