ইয়ানিক সিনার। ছবি: এক্স (টুইটার)।
প্রত্যাশা মতোই উইম্বলডনের মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন অষ্টম বাছাই ইগা শিয়নটেক। অন্য কোয়ার্টার ফাইনালে অঘটন ঘটালেন সুইৎজারল্যান্ডের অবাছাই খেলোয়াড় বেলিন্ডা বেনসিক। তিনি সরাসরি সেটে হারালেন সপ্তম বাছাই মিরা আন্দ্রিভাকে। অন্য দিকে, সহজেই পুরুষদের সিঙ্গলসের শেষ চারে পৌঁছে গেলেন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার। লর্ডস টেস্ট শুরুর আগের দিন স্ত্রী সঞ্জনা গণেশনকে নিয়ে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের ম্যাচ দেখতে এসেছিলেন জসপ্রীত বুমরাহ।
কোয়ার্টার ফাইনালে সিনারের প্রতিপক্ষ ছিলেন দশম বাছাই আমেরিকার বেন শেলটন। দুই বাছাই খেলোয়াড়ের মধ্যে যতটা লড়াই হতে বলে আশা করা হয়েছিল, তার কিছুই দেখা গেল না অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের এক নম্বর কোর্টে। ২ ঘণ্টা ১৯ মিনিটে সরাসরি সেটে জয় ছিনিয়ে নিলেন সিনার। প্রথম সেট ছাড়া সে ভাবে লড়তেই পারলেন না শেলটন। সার্ভিসের দুর্বলতা তাঁকে পিছিয়ে দিল লড়াইয়ে। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি সিনার। প্রথম সেট ৭-৬ (৭-২) ব্যবধানে জেতার পর ইটালির খেলোয়াড়কে আর রুখতে পারেননি শেলটন। পরের দু’টি সেটের ফল সিনারের পক্ষে ৬-৪, ৬-৪। সব মিলিয়ে ৭-৬ (৭-২), ৬-৪, ৬-৪ ব্যবধানে জিতলেন শীর্ষ বাছাই। ১৪টি ‘এস’ সার্ভিস করেও শেলটন হারলেন সুযোগ কাজে লাগাতে না পেরে। একটিও ব্রেক পয়েন্ট কাজে লাগাতে পারেননি। অতিরিক্ত চেষ্টা করতে গিয়ে সার্ভিসেও বেশ কিছু ভুল করেছেন।
(বাঁ দিকে) সঞ্জনা গণেশন এবং জসপ্রীত বুমরাহ (ডান দিকে)। বুধবার উইম্বলডন দেখতে যান দু’জনে। ছবি: এক্স (টুইটার)।
মহিলাদের কোয়ার্টার ফাইনালে সহজ জয় পেলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর সিনার। তিনি ৬-২, ৭-৫ ব্যবধানে হারিয়ে দিলেন ১৯ নম্বর বাছাই লিউডমিলা স্যামসোনোভাকে। ১ ঘণ্টা ৪৯ মিনিটের লড়াই খুব উচ্চমানের না হলেও বিশেষ বেগ পেতে হয়নি শিয়নটেককে। দু’জনেই বেশ কিছু ‘আনফোর্সড এরর’ করেছেন। প্রথম সার্ভিসও ঠিকঠাক পড়েনি দুই খেলোয়াড়ের।
সেমিফাইনালে শিয়নটেক মুখোমুখি হবেন কোয়ার্টার ফাইনালে অঘটন ঘটানো বেনসিকের। ২ ঘণ্টা ৮ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় ছিনিয়ে নিলেন রজার ফেডেরারের দেশের তরুণী। বিশ্বের ৩৫ নম্বর বেনসিক ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-২) ব্যবধানে হারালেন আন্দ্রিভাকে। দুর্বল সার্ভিসের খেশারত দিতে হল সপ্তম বাছাইকে। চারটি ডবল ফল্টও করলেন রুশ খেলোয়াড়।