Players Death

জোড়া দুর্ঘটনা, এশিয়ার দুই দেশে মৃত্যু দুই খেলোয়াড়ের

দু’দেশে দুই খেলোয়াড়ের মৃত্যু। জাপানের বক্সার হিরোমাসা উরাকাওয়া মাথায় গুরুতর চোট পেয়েছিলেন একটি ম্যাচে। চিনে আয়োজিত ওয়ার্ল্ড গেমসে যোগ দিতে এসে মৃত্যু হয়েছে ইটালির অ্যাথলিট মাত্তিয়া ডেবারটোলিসের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ২২:১৮
Share:

—প্রতীকী চিত্র।

গত ২ অগস্টের ম্যাচে চোট পেয়েছিলেন জাপানের বক্সার হিরোমাসা উরাকাওয়া। গত শনিবার অস্ত্রোপচারের পর তাঁর মৃত্যু হয়েছে। অন্য দিকে, চিনে একটি প্রতিযোগিতায় যোগ দিতে এসে মৃত্যু হল ইটালির অ্যাথলিট মাত্তিয়া ডেবারটোলিসের।

Advertisement

২৮ বছরের উরাকাওয়া ফেদারওয়েট বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতেন। গত ২ অগস্ট একটি ম্যাচে তিনি মুখোমুখি হয়েছিলেন যোগি সাইতোর। অষ্টম রাউন্ডে নকআউট হয়ে যান উরাকাওয়া। প্রতিপক্ষের ঘুষিতে তাঁর খুলি এবং মস্তিষ্কের মধ্যে রক্ত জমাট বেধে গিয়েছিল। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সেই মতো শনিবার উরাকাওয়ার অস্ত্রোপচার হয়। কিন্তু সফল হয়নি। ২৮ বছরের বক্সারের মৃত্যু হয়।

পর পর দু’দিন জাপানের দুই বক্সারের মৃত্যু হল। গত শুক্রবার মৃত্যু হয়েছিল ২৮ বছরের আর এক বক্সার শিগেতোশি কোটারির। তিনি গত ২ অগস্টই একটি ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন। পর পর দুই বক্সারের মৃত্যুতে জাপানের বক্সারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

Advertisement

অন্য মৃত্যুর ঘটনাটি গত শুক্রবার চিনের চেংদুতে আয়োজিত ওয়ার্ল্ড গেমসে ঘটেছে। ইটালির ডেবারটোলিসের ইভেন্ট ছিল সে দিন। সকালে বাকি সকলের সঙ্গে তিনিও স্টেডিয়ামে এসেছিলেন। ইভেন্ট শুরুর কিছু ক্ষণ আগে হঠাৎ অসুস্থ বোধ করেন। চিকিৎসকেরা আসার আগেই সংজ্ঞা হারান ২৯ বছরের অ্যাথলিট। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী কারণে ডেবারটোলিসের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ইটালির মাঝারি পাল্লার দৌড়বিদ স্টকহোম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement