Polly Umrigar Award

জোড়া সম্মানে অভিভূত বুমরা, টাইগারের কাছে কৃতজ্ঞ সহবাগ

মেয়েদের মধ্যে সেরার সম্মান  পেলেন পুনম যাদব। সম্প্রতি তিনি অর্জুন পুরস্কারও পেয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ০৪:৫৭
Share:

জোড়া ট্রফি নিেয় বুমরা। —ছবি টুইটার

চার মাস মাঠের বাইরে ছিলেন চোটের কারণে। ফিরেছেন ঘরের মাঠে সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে।

Advertisement

রবিবার মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পলি উমরিগড় ট্রফি উঠল যশপ্রীত বুমরার হাতেই। প্রতি বছর ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সেরা পারফরম্যান্সকারীকে এই ট্রফি দেয় বোর্ড। এ বার তা পেলেন সেই বুমরারই। সেখানেই শেষ নয়। গত মরসুমে দুর্দান্ত ক্রিকেট উপহার দেওয়ার স্বীকৃতি হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় দিলীপ সরদেশাই ট্রফি। দু’হাতে দু’টি ট্রফি নিয়ে নিজের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন ভারতীয় পেসার। টুইট করেছেন, ‘‘আজ রাতে এই দু’টো সম্মান পেয়ে গর্ব অনুভব করছি। আমাকে সম্মানিত করার জন্য সকলের কাছে কৃতজ্ঞ।’’

মেয়েদের মধ্যে সেরার সম্মান পেলেন পুনম যাদব। সম্প্রতি তিনি অর্জুন পুরস্কারও পেয়েছেন। এ ছাড়াও ভারতীয় ক্রিকেটে সারা জীবনের অবদানের জন্য কর্নেল সি কে নাইডু জীবনকৃতি পুরস্কার পান প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। মহিলাদের মধ্যে জীবনকৃতি সম্মান পান অঞ্জুম চোপড়া। তিনি প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির গড়েছিলেন। এ ছাড়াও ভারতের হয়ে চারটি ওয়ান ডে ক্রিকেটের বিশ্বকাপ ও দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন। রঞ্জি ট্রফির সেরা অলরাউন্ডার হওয়ায় লালা অমরনাথ ট্রফি পান মুম্বইয়ের শিবম দুবে। ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার জন্য পুরস্কৃত হন স্মৃতি মন্ধানা।

Advertisement

এ দিনই আবার মনসুর আলি খান পটৌডি স্মারক বক্তৃতায় আমন্ত্রণ জানানো হয়েছিল প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগকে। তিনি জানান, টাইগারের পরামর্শেই টেস্ট ক্রিকেটে নিজের খেলার ধরন পাল্টে ফেলেছিলেন। তিনি বলেছেন, ‘‘বক্তব্য রাখার এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি। ব্যক্তিগত স্তরে পটৌডির সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক ছিল।’’ আরও বলেন, ‘‘আমি ওঁর ব্যাটিং ভিডিয়ো দেখেছি, কিন্তু তা নিয়ে কখনও কথা বলিনি। টাইগার স্যরের একটি পরামর্শ আমার টেস্ট ম্যাচে খেলার ধরন পাল্টে দিয়েছিল। তার জন্য আমি ওঁর কাছে কৃতজ্ঞ।’’ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কে সহবাগ বলেন, ‘‘একটা সময় ভারতীয় ক্রিকেট দলের বস্‌ ছিল, যে আমাকে ওপেন করার সুযোগ দিয়েছিল। এখন ভারতীয়

বোর্ডের বস্‌।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন