Jasprit Bumrah

বুমরার সিক্সপ্যাকের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নতুন বলে রিভার্স সুইং থেকে ডেথ ওভারে ইয়র্কার, সব ক্ষেত্রেই টিম ইন্ডিয়াকে নির্ভরতা দিয়েছেন এই পেসার, জিতে নিয়েছেন ক্রিকেটপ্রেমীদের হৃদয়ও। এ বার নিজের সিক্স প্যাকের ছবি পোস্ট করে টুইটারে আলোড়ন ফেলে দিলেন জসপ্রীত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৭ ১৭:২৩
Share:

জসপ্রীত বুমরার এই ছবিই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবি: জসপ্রীত বুমরার টুইটার সৌজন্যে।

ভারতীয় দলের অন্যতম ভরসা তরুণ পেসার জসপ্রীত বুমরা। নতুন বলে রিভার্স সুইং থেকে ডেথ ওভারে ইয়র্কার, সব ক্ষেত্রেই টিম ইন্ডিয়াকে নির্ভরতা দিয়েছেন এই পেসার, জিতে নিয়েছেন ক্রিকেটপ্রেমীদের হৃদয়ও। এ বার নিজের সিক্স প্যাকের ছবি পোস্ট করে টুইটারে আলোড়ন ফেলে দিলেন জসপ্রীত।

Advertisement

আরও পড়ুন: ৬ উইকেট হাতে নিয়েই ভারতকে প্রায় ছুঁয়ে ফেলেছে শ্রীলঙ্কা

আরও পড়ুন: কোটলা টেস্ট হবে কি, তা নিয়ে সংশয়

Advertisement

শুক্রবার বাথরুমে তোলা নিজের একটি ছবি টুইট করে বুমরা লেখেন, “ক্রমাগত নিজের উন্নতি করতে কঠোর পরিশ্রম এবং একাগ্রতা প্রয়োজন।”

আর এর পরই টুইটারে বুমরাকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দেন ক্রীড়াপ্রেমীর। ইয়র্কার স্পেশালিস্টের তকমা থেকে প্রেমের নিবেদন সবই আসতে থাকে এই একটি ছবিকে কেন্দ্র করে।

এক জন লেখেন, “ইয়র্কার বিশেষজ্ঞের সিক্স প্যাকও আছে দেখছি!”

এক জন সরাসরি নিজের ভালবাসার কথা জানিয়ে লেখেন, “তোমায় দেখতে দারুণ লাগছে বুমরা। তোমাকে ভালবাসি।”

নিজেদের ফিটনেস ধরে রাখতে অধিনায়ক বিরাট কোহালির দেখানো পথে অধিকাংশ ভারতীয় দলের ক্রিকেটারই এখন জিমে কাটানো সময়ের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। অধিনায়কের দেখানো পথে তিনি যে বেশ ভাল মতোই হাঁটছেন তা বুমরার এই ছবি থেকেই স্পষ্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement