India Vs Sri Lanka

বুমরাহর পাঁচ, ২১৭ রানে আটকে গেল শ্রীলঙ্কা

বুমরাহর দাপটে প্রথম পাওয়ার প্লে-এর মধ্যেই দলের দুই ওপেনারের উইকেট খুইয়ে চাপে পড়ে যায় কাপুগেডরা অ্যান্ড কোং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৭ ১৯:০৬
Share:

অকিলা ধনঞ্জয়কে আউটের পর বুমরাহ। ছবি: সংগৃহীত।

ফের এক বার বড় রান করতে ব্যর্থ শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে তৃতীয় এক দিনের ম্যাচে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ২১৭ রান তুলল চামারা কাপুগেদরার দল।

Advertisement

এ দিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চামারা। আগের দুই ম্যাচ হারার ফলে এ দিনের ম্যাচ জিততেই হবে শ্রীলঙ্কাকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টসে জেতার সুবিধা নিতে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। বরং বলা ভাল শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের খেলতে দিলেন না যশপ্রীত বুমরাহ। বুমরাহর সুইংয়ের দাপটে এ দিন নাস্তানাবুদ হতে হয় শ্রীলঙ্কাকে। একাই পাঁচ উইকেট নেন তিনি।

আরও পড়ুন: সিরিজ বাঁচাতে নতুন অধিনায়কের নেতৃত্বে নামল শ্রীলঙ্কা

Advertisement

আরও পড়ুন: অভিজ্ঞতা বড় অস্ত্র হবে আমাদের

বুমরাহর দাপটে প্রথম পাওয়ার প্লে-এর মধ্যেই দলের দুই ওপেনারের উইকেট খুইয়ে চাপে পড়ে যায় কাপুগেডরা অ্যান্ড কোং। এর পর দীনেশ চান্ডিমল এবং অ্যাঞ্জেল ম্যাথুজ কিছুটা চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না শ্রীলঙ্কাকে বড় রানের লক্ষ্যে পৌছে দিতে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন লাহিরু থিরিমানে। থিরিমানে ছাড়াও কিছুটা চেষ্টা চালান চান্ডিমল(৩৬) এবং সিরিবর্ধনে(২৯)। বুমরাহ ছাড়া ভারতের হয়ে একটি করে উইকেট নেন হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল এবং কেদার যাদব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন