Jasprit Bumrah

অ্যাকশন পাল্টানোর পথে যাননি যশপ্রীত

প্রাক্তন ক্যারিবিয়ান পেসার মাইকেল হোল্ডিং অতীতে তাঁর অ্যাকশন দেখে চোট পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০২০ ০৫:১৩
Share:

বুমরা। ফাইল চিত্র

তাঁর বল করার ভঙ্গি চমকে দিয়েছে গোটা বিশ্বের ক্রিকেট বিশেষজ্ঞদের। বুমরার ভক্তদের অনেকেই তাঁর বোলিং অ্যাকশন বা রান-আপ নকল করে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেছেন। যা দেখে নিজের পরিতৃপ্তিও ব্যক্ত করেছেন ভারতীয় দলের এই গুরুত্বপূর্ণ বোলার। তবে যশপ্রীত বুমরা বলে দিচ্ছেন, বোলিংয়ের খুঁটিনাটি তিনি শিখেছেন নিজের প্রচেষ্টাতেই।

Advertisement

সমালোচনার ঝড়ও কম সহ্য করতে হয়নি। প্রাক্তন ক্যারিবিয়ান পেসার মাইকেল হোল্ডিং অতীতে তাঁর অ্যাকশন দেখে চোট পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। এ বার আইসিসি-র একটি অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের দুই প্রাক্তন শন পোলক ও ইয়ান বিশপের কাছে নিজের যাবতীয় বোলিং রহস্য ফাঁস করলেন বুমরা স্বয়ং। তাঁর কথায়, ‍‘‍‘ছোটবেলায় খুব বেশি প্রশিক্ষণ পাইনি। কোনও পেশাদার প্রশিক্ষক বা অ্যাকাডেমির সাহায্যও ছিল না। সব কিছুই নিজে নিজে শিখেছি।’’ যোগ করেন, ‍‘‍‘বল করার ভঙ্গি বদলানোর জন্য যাঁরা পরামর্শ দিতেন, তাঁদের কথাও কখনও শুনিনি। নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে শক্তি, সহনশীলতা বাড়িয়ে গিয়েছি।’’

বুমরা আলোকপাত করেছেন নিজের ছোট রান-আপ সম্পর্কেও। বলেছেন, ‍‘‍‘বাড়ির বারান্দায় ছোট জায়গায় খেলতাম। ফলে বেশি জায়গা না থাকায় আট পা দৌড়ে এসে বল করাটাই ছিল আমার কাছে অনেকটা জায়গা। সেই অভ্যাসটাই থেকে গিয়েছে। ছোট রান-আপের রহস্য এটাই।’’ যোগ করেন, ‍‘‍‘বড় রান-আপে বল করে দেখেছি। কিন্তু তাতে বিশেষ পরিবর্তন হয়নি। গতি একই থেকেছে। তা হলে, বেশি দৌড়তে যাব কেন?’’

Advertisement

আরও পড়ুন: কোহালির রান তাড়ার ভক্ত স্মিথ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন