Cricket

রিভার্স সুইপ মারতে গিয়ে মুখ ফাটল নিশামের, দেখুন ভিডিয়ো

যন্ত্রণাকাতর নিশামের চিকিৎসার জন্য মাঠে চলে আসেন ফিজিয়ো। তার পর মাঠ ছেড়ে চলে যান নিশাম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ ১৭:১০
Share:

ভারত এ দলের বিরুদ্ধে খেলার সময়ে চোট পান নিশাম।

সবার জন্য নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার জিমি নিশামের পরামর্শ, রিভার্স সুইপ করতে গিয়ে নিজেকে আহত করো না।

Advertisement

ভারত এ দলের বিরুদ্ধে খেলার সময়ে রিভার্স সুইপ করতে গিয়েই নিশাম নিজেকে বিপন্ন করে বসেন। ভারত এ ও নিউজিল্যান্ড এ দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের ৩১ তম ওভারে ক্রুনাল পাণ্ড্যর বলে রিভার্স সুইপ মারতে গিয়েছিলেন নিশাম।

বল তাঁর ব্যাটে লেগে হেলমেটের গ্রিলে সজোরে এসে লাগে। যন্ত্রণাকাতর নিশামের চিকিৎসার জন্য মাঠে চলে আসেন ফিজিয়ো। তার পর মাঠ ছেড়ে চলে যান নিশাম। পরে অবশ্য মাঠে নামেন তিনি। জর্জ ওয়ার্কার ১৩৫ রান করেন সেই ম্যাচে। তিনি ফেরার পরে নিশাম আবার ব্যাট করতে নামেন। ৩১ বলে ৩৩ রানে অপরাজিত থেকে যান তিনি।

Advertisement

পরে আহত নিশাম একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে তাঁর ক্ষত বেশ ভালই বোঝা যাচ্ছে। উঠতি ক্রিকেটারদের শিক্ষা দেওয়ার জন্য ছবিটিতে নিশাম লিখেছেন, রিভার্স সুইপ করতে গিয়ে নিজের মুখে আঘাত করো না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement