রেকর্ড গড়ে সোনা জিতুর

৫০ মিটার ফাইনালে ব্রোঞ্জ জেতেন সেনাবাহিনীতে তাঁর সহকর্মী জয় সিংহ। তার স্কোর ১৯৮.৪। জয় ও ওমপ্রকাশের সঙ্গে দলগত বিভাগেও সোনা জিতেছেন জিতু। ১৬৫৮ পয়েন্ট নিয়ে তাঁরা হারান ভারতীয় বায়ুসেনার দলকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৭ ০৩:৫২
Share:

কীর্তি: জাতীয় শ্যুটিংয়ে নয়া রেকর্ড গড়লেন জিতু রাই।

তীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার পিস্তলে নতুন রেকর্ড গড়ে সোনা জিতলেন জিতু রাই। ৬১তম জাতীয় প্রতিযোগিতায় শুক্রবার তিরুঅনন্তপুরমে ২৩৩ স্কোর করেন তিনি। ৫০ মিটার পিস্তলে এই রেকর্ড এতদিন ওঙ্কার সিংহের দখলে ছিল। তাঁর স্কোর ছিল ২২২.৪। এ দিন নৈবাহিনীর কর্মীকে টপকে গেলেন অলিম্পিয়ন জিতু।

Advertisement

৫০ মিটার ফাইনালে ব্রোঞ্জ জেতেন সেনাবাহিনীতে তাঁর সহকর্মী জয় সিংহ। তার স্কোর ১৯৮.৪। জয় ও ওমপ্রকাশের সঙ্গে দলগত বিভাগেও সোনা জিতেছেন জিতু। ১৬৫৮ পয়েন্ট নিয়ে তাঁরা হারান ভারতীয় বায়ুসেনার দলকে। গত বছর রিও অলিম্পিক্সে হতাশাজনক পারফরম্যান্সের পর দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ান জিতু। এ বছরের শুরুতে দিল্লিতে বিশ্বকাপে হিনা সিধু-র সঙ্গে জুটি বেঁধে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন। যদিও কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে প্রত্যাশিত সাফল্য পাননি। ব্রিসবেনে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পান। ৫০ মিটার পিস্তলেও ব্রোঞ্জ জেতেন। জাতীয় চ্যাম্পিয়নশিপে ফের দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটালেন জিতু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement