স্পেনের সঙ্গে ড্র, লো চান দলের উন্নতি

ম্যাচ শেষে জার্মান কোচ জোয়াকিম লো বলেছেন, ‘‘দু’দলের সমানে, সমানে লড়াই হয়েছে। আমরা এ ম্যাচকে একটা পরীক্ষা হিসেবে দেখছি। স্পেনের বিরুদ্ধে খেলে অনেক কিছু শিখতে পারলাম।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৮ ০৫:২৭
Share:

বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ১-১ ড্র করল স্পেন। ইনিয়েস্তা-দের বিরুদ্ধে ম্যাচের পরেই কোন জায়গায় দলের উন্নতি করা প্রয়োজন তা আন্দাজ করতে পেরেছেন জার্মানির কোচ জোয়াকিম লো।

Advertisement

ম্যাচের ছ’মিনিটেই রদরিগো মোরেনো-র গোলে এগিয়ে যায় স্পেন। বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রথম বার গোল করে নজর কেড়ে ফেলেছেন ভ্যালেন্সিয়া-র এই তরুণ উইঙ্গার। ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও বক্সের বাইরে থেকে দুরন্ত শটে জার্মানির সমতা ফেরান টোমাস মুলার। দেশের জার্সিতে ৯০তম ম্যাচেও নিজের দক্ষতা সম্পর্কে প্রমাণ করে দিলেন জার্মানির মিডফিল্ডার।

ম্যাচ শেষে জার্মান কোচ জোয়াকিম লো বলেছেন, ‘‘দু’দলের সমানে, সমানে লড়াই হয়েছে। আমরা এ ম্যাচকে একটা পরীক্ষা হিসেবে দেখছি। স্পেনের বিরুদ্ধে খেলে অনেক কিছু শিখতে পারলাম।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘বিশ্বকাপের আগে এই ম্যাচ দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। স্পেনের বিরুদ্ধে রক্ষণ সামলানো সত্যিই কঠিন। তবে বিশ্বকাপের আগে আমরা আরও উন্নত দল হয়ে উঠব।’’

Advertisement

রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টোনি ক্রুস-এর মতে ২০ মিনিটের পর থেকে জার্মানির নিয়ন্ত্রণেই ছিল ম্যাচ। বলেছেন, ‘‘প্রথম ২০ মিনিট স্পেনের খেলা ধরতে বেশ সমস্যা হচ্ছিল। কিন্তু তার পর থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। যাই হোক, দিনের শেষে একটা ভাল ম্যাচ খেলার সুযোগ পেলাম।’’

হার ফ্রান্সের: কলম্বিয়ার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে এগিয়ে থেকেও হার ফ্রান্সের। ২৬ মিনিটের মধ্যেই ফ্রান্সকে দু’গোলে এগিয়ে দিয়েছিলেন অলিভিয়ে জিহু ও টোমাস লেমার। ২৮ মিনিটের মধ্যে গোল করে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনলেন কলম্বিয়ার লুইস মুরিয়েল। তার পর থেকেই একের পর এক আক্রমণ আছড়ে পড়ে ফরাসি রক্ষণের উপর।

৬২ মিনিটে দ্বিতীয় গোল শোধ করে কলম্বিয়া। কলম্বিয়ার তারকা ফুটবলার রাদামেল ফালকাও আরও একবার গোল করে দলকে সাহায্য করলেন। ম্যাচের ৮৫ মিনিটে পেনাল্টি পায় কলম্বিয়া। সেই সুযোগ কোনও মতেই নষ্ট করেননি জুয়ান ফের্নান্দো কুইন্তেরো। তাঁর গোলেই প্রথম বার ফ্রান্সকে হারালেন ফালকাওরা। ম্যাচ শেষে ফরাসি কোচ দিদিয়ে দেঁশ বলেছেন, ‘‘ওরা খুবই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তার ঠিক বিপরীত পদ্ধতিতে খেলেছি আমরা। ভুল পাস খেলার শিক্ষা পেয়েছি। ঘরের মাঠে এ ভাবে হারা উচিত হয়নি আমাদের।’’

ম্যাচ শেষে হতাশ রিয়াল মাদ্রিদ-এর সেন্ট্রাল ডিফেন্ডার রাফায়েল ভারানে-ও। বলেছেন, ‘‘দু’গোলে এগিয়ে থাকার পরে আমরা হাল্কা মেজাজে খেলতে শুরু করি। সেটাই ভুল সিদ্ধান্ত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন