Joni Kauko

ATK Mohun Bagan: সব ছেড়ে কেন এটিকে মোহনবাগানে, কারণ জানালেন জনি কাউকো

আশা করব আমি আক্রমণে নিজের ছাপ রাখতে পারব। মিডফিল্ডার হলেও অনেক গোল করতে চাই। আমি যেটা গত তিন বছর ধরে ডেনমার্কে করছি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২১ ২১:০৪
Share:

জনি কাউকো এটিকে মোহনবাগান

এবারের ইউরোয় অন্যতম চর্চিত ঘটনা ক্রিশ্চিয়ান এরিকসেনের মাঠের মধ্যেই অসুস্থ হয়ে পড়া। সেই ঘটনার সাক্ষী ছিলেন এটিকে মোহনবগানে সই করা ফিনল্যান্ডের জাতীয় দলের ফুটবলার জনি কাউকো। নতুন পরিবেশ, নতুন প্রতিযোগিতা। মানিয়ে নিতে সমস্যা হচ্ছে? এ মরশুমে সবুজ-মেরুন জার্সিতে তাঁর লক্ষ্য কী? এটিকে মোহনবাগানের সরকারি ওয়েব সাইটে সব প্রশ্নের উত্তর দিলেন কাউকো।

Advertisement

প্রশ্ন: এটিকে মোহনবাগানে যোগ দিলেন কেন?

কাউকো: আমার কাছে অনেক বিকল্প ছিল। একটু অন্য রকম কিছু চেয়েছিলাম। সেই কারণেই এটিকে মোহনবাগানকে বেছে নিয়েছি।

Advertisement

প্রশ্ন: কোন জায়গায় খেলতে বেশি পছন্দ করেন?

কাউকো: পুরোটাই নির্ভর করে কোন পদ্ধতিতে দল খেলছে তার ওপর। আশা করব, আমি আক্রমণে নিজের ছাপ রাখতে পারব। মিডফিল্ডার হিসেবে খেললেও অনেক গোল করতে চাই। যেটা গত তিন বছর ধরে ডেনমার্কে করেছি।

প্রশ্ন: ফিনল্যান্ডের তুলনায় ভারত বা মলদ্বীপে গরম অনেক বেশি। এএফসি কাপে মলদ্বীপেই খেলতে যেতে হবে এটিকে মোহনবাগানকে। আপনি কি এটা নিয়ে চিন্তিত?

কাউকো: আমি একেবারে উত্তর দিকের মানুষ। বরফ আর ঠাণ্ডার মধ্যেই কেটেছে। সত্যি বলতে, প্রথম দিকে খুব চিন্তিত ছিলাম। তবে দু’ সপ্তাহ সময় পেয়ে এখানে মানিয়ে নিয়েছি। আরও যত দিন যাবে মানিয়ে নিতে সুবিধা হবে।

প্রশ্ন: এটিকে মোহনবাগানের খেলা এর আগে দেখেছেন?

কাউকো: গত বছরের আইএসএল ফাইনাল দেখেছি। যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। আর অনেক ঘটনাও ঘটেছিল।

প্রশ্ন: ভারতে আসার আগে ভারতীয় ফুটবল নিয়ে আপনার কোনও ধারনা ছিল?

কাউকো: এর আগে কখনো ভারতে আসিনি। আসার আগে কিছুই জানতাম না ভারত নিয়ে। সেই কারণেই এখানে আসা। খুব ভাল লাগছে সবাই আমাকে নিয়ে কথা বলছে।

প্রশ্ন: আন্তোনিয়ো লোপেজ হাবাস নিয়ে আপনার কী মত? আপনার খেলার ধরন ওঁর ভাবনা-চিন্তার সঙ্গে মিলছে?

কাউকো: বল ধরে খেলা ফুটবলে গুরুত্বপূর্ণ। হাবাসের এই রণনীতিকে শ্রদ্ধা করি। আর এর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে কঠিন অনুশীলন করে চলেছি।

প্রশ্ন: এক সপ্তাহ এটিকে মোহনবাগানের হয়ে অনুশীলন করা হয়ে গেল। দলটাকে কতটা শক্তিশালী মনে হচ্ছে?

কাউকো: বাকি দলগুলোকে দেখিনি। তবে মনে হয় আমাদের দল যথেষ্ট শক্তিশালী। বিভিন্ন ধরনের ফুটবলার আছে দলে। আশা করব খেলার মান আরও ভাল হবে।

প্রশ্ন: ফিনল্যান্ডের হয়ে ইউরো কাপে খেলার পর এখানে এসে মানিয়ে নিতে কতটা সময় লাগবে?

কাউকো: আমি বিভিন্ন লিগে খেলেছি। তাই অনেক ধরনের ফুটবলের সঙ্গেই আমি অভ্যস্থ। আশা করি কোনও সমস্যা হবে না।

প্রশ্ন: ইউরোতে খেলে আসাটা এএফসি কাপে কতটা সাহায্য করবে?

কাউকো: বড় প্রতিযোগিতায় খেলা সবসময় সাহায্য করে। আমার অভিজ্ঞতা বাকিদের সঙ্গে ভাগ করে নেব। আশা করব এটা ওদের কাজে লাগবে।

প্রশ্ন: এরিকসেনকে ও ভাবে পড়ে যেতে দেখে আপনার মনে কী চলছিল?

কাউকো: একেবারেই ভাল লাগেনি। আমার মাথায় তখন অনেক কিছুই চলছিল। তবে আমার ভাল লাগছে যে এখন ও অনেকটা সুস্থ রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন