আঙুল ভাঙল বাটলারের

আঙুল ভেঙে মাঠের বাইরে চলে গেলেন ইংল্যান্ডের উইকেট কিপার-ব্যাটসম্যান জোস বাটলার। শুক্রবার ল্যাঙ্কাশায়ারের হয়ে ন্যাটওয়েস্ট টি২০ খেলতে নেমেছিলেন। উিকেট কিপিং করার সময়ই বল এসে লাগে তাঁর বাঁ হাতের বুড়়ো আঙুলে। তার পরও ব্যাট করতে নেমেছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৬ ১৭:২৬
Share:

আঙুল ভেঙে মাঠের বাইরে চলে গেলেন ইংল্যান্ডের উইকেট কিপার-ব্যাটসম্যান জোস বাটলার। শুক্রবার ল্যাঙ্কাশায়ারের হয়ে ন্যাটওয়েস্ট টি২০ খেলতে নেমেছিলেন। উিকেট কিপিং করার সময়ই বল এসে লাগে তাঁর বাঁ হাতের বুড়়ো আঙুলে। তার পরও ব্যাট করতে নেমেছিলেন। ২২ বলে ৫৭ রানের ইনিংসও খেলেন তিনি। তার পরই ব্যাথায় কাবু বাটলারের এক্স-রে করা হলে দেখা যায় আঙুল ভেঙেছে তাঁর। যদিও অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলেই জানা গিয়েছে। ল্যাঙ্কাশায়ারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘জোস বাটলারের বাঁ হাতের বুড়়ো আঙুলে বল লাগে। এক্স-রে করে দেখা যায় ভেঙে গিয়েছে আঙুল। যদিও বিশ্রাম আর ফিজিও থেরাপির মাধ্যে দ্রুতই সেরে উঠবে বাটলার।’’

Advertisement

যদিও কত দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন সেটা জানা যায়নি। ২৪ আগস্ট থেকে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ইংল্যান্ড। টিম ম্যানেজমেন্ট চাইছে তার আগে যেন সুস্থ হয়ে ওঠেন বাটলার।

আরও খবর

Advertisement

রবি শাস্ত্রীকে ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement