Sanyukt Morcha

২০২৬-এর নির্বাচনের আগে ধাক্কা শাসকদলের! হাই মাদ্রাসার ভোটে সংযুক্ত মোর্চা ৬, তৃণমূল ০

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে হাই মাদ্রাসার এই নির্বাচনে সংযুক্ত মোর্চার জয় ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তাঁদের বিশ্বাস, বিধানসভা নির্বাচনের আগে এই জয় তাঁদের অনেকটা সাহস দিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২৩:৩১
Share:

হাই মাদ্রাসার নির্বাচনে জয়ের পরে সংযুক্ত মোর্চার উচ্ছ্বাস। — নিজস্ব চিত্র।

রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা স্বরূপনগর ব্লকের বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ছিল। সেখানে তৃণমূল খাতাই খুলতে পারেনি। সংযুক্ত মোর্চা (সিপিএম-কংগ্রেস-আইএসএফ জোট) তৃণমূলকে ছ’টি আসনেই হারিয়ে দেয়। ভোটের ফলাফল সংযুক্ত মোর্চা-৬ এবং তৃণমূল-০।

Advertisement

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে হাই মাদ্রাসার এই নির্বাচনে সংযুক্ত মোর্চার জয় ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তাঁদের বিশ্বাস, বিধানসভা নির্বাচনের আগে এই জয় তাঁদের অনেকটা সাহস দিল।

এই জয়ের পর সংযুক্ত মোর্চার প্রার্থী হবিবুর রহমান বলেন, “আগামী ২০২৬-এর নির্বাচনে আমরা আরও ভাল ফল করতে পারব। তার নমুনা হাই মাদ্রাসার নির্বাচন দেখিয়ে দিল। ছ’টি আসনের মধ্যে ছ’টি আসনই আমরা জিতেছি। সাধারণ মানুষ আমাদের পাশে আছেন কি না তার প্রমাণও আমরা পেয়ে গেলাম। বিরোধীদের সব চক্রান্ত উপেক্ষা করে আমরা আজ এই নির্বাচনে জয়ী হয়েছি। কর্মী সমর্থকেরা সকলে আমাদের পাশে রয়েছেন। আগামী দিন আরও ভাল ফল আসবে তার আশা রাখছি।”

Advertisement

আর এক সংযুক্ত মোর্চার প্রার্থী শফিকুল সর্দার বলেন, “এ রাজ্যের মাটিতে সিপিএম, কংগ্রেস ও আইএসএফ জোটের উপর এলাকার মানুষজন ভরসা রেখেছেন। স্বাভাবিক ভাবে ২০২৬-এর আগে এটা আমাদের কাছে বড় অক্সিজেন বলেই মনে করছি আমরা। এই জোট রাজ্যের মাটিতে আরও ভাল ফল করবে, এই উৎসাহও এখান থেকে তৈরি হল। কর্মী-সমর্থকেরা অক্লান্ত পরিশ্রম করেছেন। গত কয়েক দিন ধরে নানা হুমকি, পরিবেশ-পরিস্থিতি, বাধা বিপত্তি তাঁরা সামলেছেন।”

এই জয়ের পর কর্মীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান শফিকুল। তাঁর বিশ্বাস, ভবিষ্যতে স্বরূপনগরের মাটিতে তাঁরা আরও বড় জয় পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement