Sundarban

সুন্দরবন ঘুরে বাড়ি ফেরার পথে হঠাৎ বাঘের দেখা, উচ্ছ্বসিত পর্যটকেরা

দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে ৩০ জন পর্যটকের একটি দল ১৩ তারিখ কৈখালি ঘাট থেকে নৌকায় করে সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন। একদিনের ভ্রমণ শেষে রবিবার বাড়ি ফিরছিলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৫
Share:

—প্রতীকী চিত্র।

সুন্দরবন মানে জলে কুমির, ডাঙায় বাঘ। পর্যটকের কাছে অন্যতম আকর্ষণ এই দুই প্রাণী। তবে কুমীরের দেখা মিললেও সচরাচর বাঘের দেখা মেলে না। সুন্দরবন ঘুরে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার সময় হঠাৎ একটি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পান তাঁরা। রবিবার ফেরার সময়ে ‘হঠাৎ প্রাপ্তি’তে উচ্ছ্বসিত ভ্রমণপিপাসুরা।

Advertisement

দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে ৩০ জন পর্যটকের একটি দল ১৩ তারিখ কৈখালি ঘাট থেকে নৌকায় করে সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন। একদিনের ভ্রমণ শেষে রবিবার বাড়ি ফিরছিলেন তাঁরা। তবে ভ্রমণপিপাসুদের জন্য অপেক্ষা করছিল এক বিশেষ মুহূর্ত। আজমলমারি-১১ জঙ্গলের কাছে হঠাৎ ‘বাঘ বাবাজি’কে দেখতে পান তাঁরা।

নৌকায় বসেই জঙ্গলের ধারে বাঘের দেখা পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন পর্যটকেরা। বন দফতরের নিয়ম মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখেই বাঘ দর্শন করেন তাঁরা। অনেকে মোবাইলে সেই মুহূর্তকে ক্যামেরাবন্দিও করেন। পর্যটকেরা জানান, জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে এই ঘটনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement