চিন নয় ম্যাঞ্চেস্টারই ভবিষ্যৎ মোরিনহোর

টাকার অঙ্কে বিশ্বের সবচেয়ে দুই দামী ফুটবলার যে এখন চিনা লিগে খেলছেন, সেটা সর্বজনবিদিত। চিনের ফুটবল অবশ্য বিশ্বের সবচেয়ে বিতর্কিত কোচকে তাদের দেশের ক্লাবে আনতে আপাতত পারছে না!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৬ ০২:৫৩
Share:

টাকার অঙ্কে বিশ্বের সবচেয়ে দুই দামী ফুটবলার যে এখন চিনা লিগে খেলছেন, সেটা সর্বজনবিদিত। চিনের ফুটবল অবশ্য বিশ্বের সবচেয়ে বিতর্কিত কোচকে তাদের দেশের ক্লাবে আনতে আপাতত পারছে না!

Advertisement

কারণ, তিনি জোসে মোরিনহো বলে দিয়েছেন, দরকারে ম্যা়ঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তি করবেন। কিন্তু চিনের আর্থিক প্রস্তাব যতই লোভনীয় হোক না কেন, সে দিক মাড়াবেন না।

বিলেতের নামী স্পোর্টস চ্যানেলকে বুধবার একান্ত সাক্ষাৎকারে ইউনাইটেডের হেভিওয়েট কোচ বলেন, ‘‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তির দরকার পড়লে সেটা করা নিয়ে আমি দু’বার ভাবব না। যদিও সঙ্গে আমি এ-ও স্বীকার করছি, চিনা ফুটবলের পেমেন্ট এখন দুর্ধর্ষ আকর্ষণীয়। চিনা লিগ এখন ফুটবলার-কোচ, সবাইকে বিশাল অর্থ দিচ্ছে।’’ এর সঙ্গে ‘দ্য স্পেশ্যাল ওয়ান’-এর আরও সংযোজন, ‘‘আমার ফুটবল ম্যানেজারের সিভি যতই উজ্জ্বল হোক না কেন, বয়সে আমি খুবই তরুণ। অন্তত টপক্লাস কোচেদের তালিকায়। তা ছাড়া আমি ইউনাইটেডে কোচিং করাতে খুব ভালবাসছি। ভাবছি ম্যাঞ্চেস্টারেই থেকে যাব। দরকারে নতুন চুক্তিতে সই করব। এমনকী সেটাও আমার পরামর্শদাতাদের সঙ্গে কোনও রকমের আলোচনা ছাড়াই করব।’’

Advertisement

ইউনাইটেডে মজে থাকা মোরিনহো আরও বলেছেন, ‘‘এই ক্লাবে কোচিংয়ের কাজ করার প্রতিটা বাঁক, প্রতিটা ধাপ আমি উপভোগ করছি। ভালবাসছি।’’ তার ফলে কি ইউনাইটেড আপনাকে এখনই নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে? প্রশ্ন করা হলে মোরিনহোর উত্তর, ‘‘না, দেয়নি। আর ওরা সেটা দেবে সেই আশাও আমি করি না। কারণ, আমার এখনকার চুক্তিটাই তো তিন বছরের।’’ সঙ্গে যোগ করেন, ‘‘তবে ওরা আমার কাজের একশো দশ ভাগ সমর্থক। আর প্রতি মুহূর্তে ওরা এমন একটা বার্তা দেয় যে, আমি এই ক্লাবে শুধু তিন বছরই থাকব তা যেন মোটেই নয়। এই ক্লাবে আমার মেয়াদ যেন আরও অনেক বেশি। এবং আমিও ঠিক সেটাই মনে করি।’’

তবে তিনি যে মোরিনহো! ফুটবল কোচেদের গ্রহে ‘দ্য স্পেশ্যাল ওয়ান’। অতএব তিনি যে এর পর বলবেন, ‘‘তবে চিনা লিগে বিশাল পেমেন্ট পাওয়া যাচ্ছে,’’ সেটা খুব একটা আশ্চর্যের নয়। কারণ, মোরিনহো আর বিতর্ক যেন দু’টো সমার্থক শব্দ! একইসঙ্গে অবশ্য মোরিনহো বলছেন, ‘‘চিনা লিগের বিশাল মোটা পেমেন্ট সবার কাছেই লোভনীয়। কিন্তু আমি ফুটবলটাকে ভালবাসি। ভালবাসি সর্বোচ্চ লেভেলে আরও অনেক বছর কোচিং করাতে। পারফরম্যান্স দেখাতে। কোচ হিসেবে আমার বয়স খুবই কম। তিপান্ন। আমার সামনে আরও অনেক বছর ম্যানেজারশিপের কাজ পড়ে আছে। এ রকম একজন লোকের জন্য চিনা ফুটবল লিগ মোটেই আদর্শ জায়গা হতে পারে না। আমি চাই সবচেয়ে কঠিন লিগ জিততে। আর সে ব্যাপারে আমি এই মুহূর্তে ঠিক জায়গাতেই আছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন