ফুটছেন জোসে, নির্লিপ্ত পেপ

রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাঞ্চেস্টার ডার্বিতে আকর্ষণের কেন্দ্রে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই চাণক্যের দ্বৈরথও। মোরিনহো বনাম পেপ মানেই ধুন্ধুমার লড়াই, উত্তেজনা। গত কয়েক দিনে যা আরও বাড়িয়ে দিয়েছেন ‘দ্য স্পেশ্যাল ওয়ান’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ০৩:৫৬
Share:

এক জনের অস্ত্র হার না মানা মানসিকতা। ভাল খেলার চেয়েও তাঁর কাছে গুরুত্বপূর্ণ হল, ম্যাচ জিতে মাঠ ছাড়া। তিনি, জোসে মোরিনহো।

Advertisement

আর এক জনের হাতিয়ার সুন্দর ফুটবল। শত সমলোচনাতেও নিজের ফুটবল দর্শন বদলাতে রাজি নন। তিনি, পেপ গুয়ার্দিওলা।

রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাঞ্চেস্টার ডার্বিতে আকর্ষণের কেন্দ্রে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই চাণক্যের দ্বৈরথও। মোরিনহো বনাম পেপ মানেই ধুন্ধুমার লড়াই, উত্তেজনা। গত কয়েক দিনে যা আরও বাড়িয়ে দিয়েছেন ‘দ্য স্পেশ্যাল ওয়ান’।

Advertisement

স্পার্টাক মস্কোভা-কে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠে দাভিদ সিলভার চোট নিয়ে গুয়ার্দিওলার বিরুদ্ধে সত্য গোপনের বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি। গুয়ার্দিওলা কিন্তু কোনও জবাব দেননি মোরিনহোর অভিযোগের। এমনকী, ম্যাঞ্চেস্টার ডার্বির চব্বিশ ঘণ্টা আগেও আশ্চর্যজনক ভাবে নির্লিপ্ত তিনি। তিনি বলেছেন, ‘‘ডার্বিতে জয়, ড্র বা হারের উপর কিন্তু চ্যাম্পিয়নশিপ নির্ভর করবে না।’’ মোরিনহো কিন্তু ঘরের মাঠে ডার্বি জিততে মরিয়া। তিনি বলেছেন, ‘‘পেশাদার দল হিসেবে আমাদের কাজ হচ্ছে জয়ের জন্য ঝাঁপানো। গত মরসুমের চেয়ে এ বার আমাদের দল শক্তিশালী। সিটিও ভাল ফর্মে রয়েছে।’’ দুই চাণক্যের দ্বৈরথ অবশ্য নতুন নয়। এখনও পর্যন্ত কুড়ি বার মুখোমুখি হয়েছেন তাঁরা। এগিয়ে ম্যান সিটি ম্যানেজারই। গুয়ার্দিওলা জিতেছেন দশ বার। মোরিনহো জিতেছেন চার বার।

ড্র ছ’বার।

রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে স্কোর লাইন কী হয় তার দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন