মাঠ দেখে ক্ষিপ্ত হয়ে উঠলেন মোরিনহো

রাশিয়ার রোস্তভের বিরুদ্ধে ইউরোপা লিগের শেষ ষোলোর ম্যাচ খেলতে গিয়ে চক্ষু চড়কগাছ জোসে মোরিনহোর। এ কী মাঠ না অন্য কিছু? গত বছর বেজিংয়ে ম্যাঞ্চেস্টার ডার্বি বাতিল হয়ে গিয়েছিল মাঠের দুরাবস্থার কারণেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ০৪:৩৮
Share:

ক্ষুব্ধ: ইউরোপা লিগের মাঠ নিয়ে ক্ষোভ মোরিনহোর। ফাইল চিত্র

রাশিয়ার রোস্তভের বিরুদ্ধে ইউরোপা লিগের শেষ ষোলোর ম্যাচ খেলতে গিয়ে চক্ষু চড়কগাছ জোসে মোরিনহোর। এ কী মাঠ না অন্য কিছু? গত বছর বেজিংয়ে ম্যাঞ্চেস্টার ডার্বি বাতিল হয়ে গিয়েছিল মাঠের দুরাবস্থার কারণেই। এই মাঠকেও সেই মাঠের সঙ্গে তুলনা করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার বলেন, ‘‘এই মাঠে কাল আমাকে দল নামাতে হবে ভেবেই অবাক হচ্ছি।’’

Advertisement

শীতের মরসুম যাওয়ার পর বৃহস্পতিবারই স্থানীয় দল রোস্তভ তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে নিজেদের মাঠে। দলের ম্যানেজার ম্যান ইউ-র উদ্দেশে বলেছিলেন বটে যে, ‘‘মাঠ দেখে ওরা চমকে যেতে পারে।’’ কিন্তু সত্যিই যে এতটা চমকাবেন, তা ভাবতে পারেননি। মোরিনহো এ দিন সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘মাঠে দেখে যখন সংশয় প্রকাশ করলাম, তখন আমাকে বলা হল খেলোয়াড়দের তো বিমা করা আছে। কিছু হলে কোনও সমস্যা হবে না।’’ তিনি বলেন, ‘‘বায়ার্ন মিউনিখ, আয়াক্স ও আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে শেষ তিনটে ম্যাচ খেলেছি। সবক’টাতেই যথেষ্ট ভাল মাঠ পেয়েছি। কিন্তু এই মাঠ দেখে তো অবাক হয়ে গিয়েছি।’’ রোস্তভের এই মাঠে সব জায়গায় সমান ঘাস নেই, তাই অসমান বাউন্স তো রয়েছেই, এমনকী বল পড়েও এমন কিছু বেশি লাফাচ্ছে না। অনুশীলনে নেমে সেটাই বুঝতে পারেন দলের ফুটবলাররা। মোরিনহো বলেন, ‘‘এমন মাঠেই গত বছর বেজিংয়ে ম্যাঞ্চেস্টার ডার্বি বাতিল করে দিতে হয়েছিল। ওটা নয় প্রদর্শনী ম্যাচ ছিল। কিন্তু এই ম্যাচটা তো খেলতেই হবে। কী করে খেলব, সেটাই ভাবছি।’’

রোস্তভ অবশ্য এই মাঠে অনুশীলন করছে না। তারা স্টেডিয়ামের বাইরে অন্য একটা মাঠ বেছে নিয়েছে। মূল মাঠের যাতে বেশি ক্ষতি না হয়, সে জন্যই তারা অন্য মাঠ বেছে নিয়েছে বলে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement