ফের বিতর্কের মুখে জোসে মোরিনহো। তবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ এ বার ঝামেলায় জড়িয়েছেন ম্যাচ শেষে সাংবাদিককে দুর্ব্যবহারের জন্য।
ঘটনার সূত্রপাত বুধবার রাতে। ইংলিশ প্রিমিয়ার লিগে হাল সিটির বিরুদ্ধে ম্যান ইউয়ের ম্যাচের পর। ওল্ড ট্র্যাফোর্ডে যে ম্যাচ গোল শূন্য ড্র করে ম্যান ইউ। এর পরেই সাংবাদিক সম্মেলন চলাকালীন মেজাজ হারান ফুটবল দুনিয়ার ‘দ্য স্পেশ্যাল ওয়ান’।
ম্যাচে হাল সিটির সেনেগালিজ স্ট্রাইকার ঔমার নিয়াসে ফাউল করেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মাইকেল ক্যারিককে। যা কাছ থেকে দেখার পর রেফারি মাইকেল জোন্স হাল সিটির ওই ফুটবলারকে লাল কার্ড দেখানো তো দূরের কথা সতর্ক পর্যন্ত করেননি। মিট দ্য প্রেস-এ সেই প্রসঙ্গ তুলে এক সাংবাদিক মোরিনহোর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘‘যদি আপনি ফুটবলটা না জানেন, তা হলে মাইক্রোফোনটাই আপনার হাতে তোলা ঠিক হয়নি।’’ যা শুনে রীতিমতো চমকে যান উপস্থিত সাংবাদিকরা। মোরিনহো যদিও এর পরেই সাংবাদিক সম্মেলন শেষ করে উঠে চলে যান।’’
মোরিনহো বা ম্যান ইউয়ের তরফে যদিও এ ব্যাপারে কোনও পরবর্তী প্রতিক্রিয়া আসেনি। তবে ইংলিশ ফুটবল দুনিয়ার অনুমান, হাল সিটির সঙ্গে ড্রয়ের ফলে লিগ টেবলে ছ’নম্বরে চলে গিয়েছে মোরিনহোর দল। এই ফর্ম বজায় থাকলে আগামী বছরও চ্যাম্পিয়ন্স লিগে খেলা সম্ভব হবে না ‘লাল শয়তানদের’। তাই হয়তো হতাশা থেকেই এই মন্তব্য করে ফেলেছেন মোরিনহো।
এর আগে ইপিএলে চেলসির কোচ হিসেবে দ্বিতীয় ইনিংস কাটানোর সময় মোরিনহোর রোষে পড়েছিলেন টিমের মহিলা ডাক্তার। যে তিক্ততার জল গড়ায় অনেকদূর। কিন্তু শেষ পর্যন্ত মোরিনহো বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করায় তা মিটমাট হয়ে যায়। এর পরে আর বচসায় জড়াতে দেখা যায়নি মোরিনহোকে। ফের এ বার সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে মেজাজ হারানোর রেশ কী দাঁড়ায় তা নিয়ে জল্পনা ফুটবল মহলে।