গ্রিজ়ম্যানদের জবাব দিতে তৈরি রোনাল্ডো

আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে এ পর্যন্ত ৩২টি ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে তাঁর গোল ২২টি। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ০৪:০৬
Share:

পরীক্ষা: আজ জিততেই হবে। অনুশীলনে মগ্ন রোনাল্ডো। টুইটার

আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে এ পর্যন্ত ৩২টি ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে তাঁর গোল ২২টি।

Advertisement

কিন্তু এ বারের চ্যাম্পিয়ন্স লিগ প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে আতলেতিকো দে মাদ্রিদের ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে কোনও গোল পাননি সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উল্টে শেষ বারো মিনিটে হোসে খিমেনেজ় ও দিয়েগো গদিনের গোলে ০-২ হেরে ফিরতে হয়েছিল রোনাল্ডোর দল জুভেন্তাসকে। মঙ্গলবার রাতে জুভেন্তাসের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে সেই বদলার ম্যাচ। যেখানে শুধু জিতলেই হবে না জুভেন্তাসকে। আঁতোয়া গ্রিজ়ম্যানদের হারাতে হবে তিন গোলের ব্যবধানে। এই অবস্থায় সোমবার ছোট্ট একটি টুইট করেছিল আতলেতিকো দে মাদ্রিদ। যেখানে লেখা, ‘ওড়ার জন্য প্রস্তুত। গন্তব্য তুরিন। মঙ্গলবারের রাতের পার্টির জন্য আর তর সইছে না।’ বার্তাতেই স্পষ্ট, ফিরতি সাক্ষাতেও জুভেন্তাসকে হারানোর ব্যাপারে রীতিমতো আত্মবিশ্বাসী আতলেতিকো মাদ্রিদ শিবির।

বিপক্ষের এই তাচ্ছিল্য ভরা বার্তাতেই কি তেতে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? জুভেন্তাসের হয়ে চলতি মরসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২১ গোল করা রোনাল্ডোও বুঝিয়ে দিয়েছেন গ্রিজ়ম্যানদের আতলেতিকো দে মাদ্রিদকে তিন গোলের ব্যবধানে হারাতে তিনি প্রস্তুত। ক্লাবের টিভিতে সতীর্থ ও সমর্থকদের উজ্জীবিত করতে সি আর সেভেনের বার্তা, ‘‘মঙ্গলবার রাতে ইতিবাচক ভাবনার পাশাপাশি নিজেদের প্রতি বিশ্বাসও ফিরিয়ে আনতে হবে। বিশ্বাস করি, তিন গোলের ব্যবধানে জেতা সম্ভব। স্টেডিয়ামকে আনন্দ দেওয়ার জন্য আপনাদের সাহায্য দরকার। এক জোট হয়ে সকলে এক সঙ্গে চলুন।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘আপনাদের সাহায্য, সমর্থন দরকার। কারণ আমরা মাঠে নামব গোল করে দলকে জেতাতে। ধন্যবাদ। প্রত্যাবর্তনের জন্য তৈরি হোন।’’ যোগ করেছেন, ‘‘আমি যে দলেই খেলেছি, তাদের চ্যাম্পিয়ন করার জন্য চেষ্টা করেছি। সেই লক্ষ্যে এখনও অবিচল থাকছি।’’

Advertisement

রোনাল্ডোর এই বার্তার পরেই জুভেন্তাস সমর্থক ও ফুটবলাররা রীতিমতো ফুটছেন মাঠে নেমে জবাব দেওয়ার জন্য। এমনিতেই ঘরের মাঠে জুভেন্তাসের জয়ের সাম্প্রতিক পরিসংখ্যান উল্লেখ করার মতো। শেষ ১৮টি ম্যাচের মধ্যে ১৫টি ম্যাচেই জিতেছে জুভেন্তাস। হার একটি ম্যাচে।

কিন্তু এই মুহূর্তে লা লিগার সেরা রক্ষণ আতলেতিকো দে মাদ্রিদের। তাই লড়াইটা গ্রিজ়ম্যানদের রক্ষণের সঙ্গে রোনাল্ডো-পাওলো দিবালাদের আক্রমণের।

কার্ড সমস্যায় এই ম্যাচে নেই আতলেতিকো দে মাদ্রিদের দিয়েগো কোস্তা। চোটের কারণে অনিশ্চিত ফিলিপে লুইস। অন্য দিকে কার্ড ও চোট সমস্যায় জুভেন্তাস পাবে না অ্যালেক্স সান্দ্রো ও স্যামি খেদিরাকে। অনিশ্চিত দি’সিগলিয়ো, বারজ়াগলি।

চ্যাম্পিয়ন্স লিগে এই দু’দলের সম্মুখসমরে জুভেন্তাস পিছিয়ে ০-২। যদিও রোনাল্ডো এই পরিসংখ্যান মাথায় রাখতে নারাজ। তিনি বলছেন, ‘‘গোল করতে ভালবাসি। আমার সাফল্যের কোনও গোপন রাস্তা নেই। ফুটবলের প্রতি ভালবাসা ও নিষ্ঠাই আমাকে এগিয়ে নিয়ে যায়। জানি, বিপক্ষের রক্ষণ ও প্রতি-আক্রমণ শক্তিশালী। কিন্তু আমরা তা অতিক্রম করেই জিততে আত্মবিশ্বাসী।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ: জুভেন্তাস বনাম আতলেতিকো দে মাদ্রিদ (রাত ১.৩০)। সরাসরি সোনি টেন

টু চ্যানেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন