অনন্তের ধাক্কায় লাইনচ্যুত রেল

প্রাক্তন বাংলার পেসার শিবশঙ্কর পালের ছাত্র অনন্ত। আইপিএলের চলতি মরসুমে কোচের দৌলতেই ইডেনে আশিস নেহরার থেকে পরামর্শ পেয়েছেন ২২ বছর বয়সি এই পেসার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০১৮ ০৪:৩২
Share:

অপ্রতিরোধ্য অনন্ত সাহা। বুধবার কল্যাণীতে সিএবি প্রথম ডিভিশন চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ম্যাচের কোয়ার্টার ফাইনালে ইস্টার্ন রেলকে একাই গুড়িয়ে দিলেন কালীঘাট ক্লাবের মিডিয়াম পেসার। পরিসংখ্যান ৯-৫-১৬-৮!

Advertisement

অনন্তের দাপটেই মাত্র ৫১ রানে শেষ হয়ে যায় ইস্টার্ন রেলের ইনিংস। ব্যাট করতে নেমে মাত্র ৬.৪ ওভারেই তিন দিনের ম্যাচ এক দিনে জিতে নেয় কালীঘাট। এই নিয়ে দ্বিতীয়বার বিপক্ষকে উড়িয়ে দিয়ে এক দিনে ম্যাচ জিতল কালীঘাট। পৌঁছে গেল লিগের শেষ চারেও।

প্রাক্তন বাংলার পেসার শিবশঙ্কর পালের ছাত্র অনন্ত। আইপিএলের চলতি মরসুমে কোচের দৌলতেই ইডেনে আশিস নেহরার থেকে পরামর্শ পেয়েছেন ২২ বছর বয়সি এই পেসার। কল্যাণী থেকে ফেরার পথে অনন্ত বলছিলেন, ‘‘আইপিএলের প্রথম ম্যাচে আশিস নেহরার সঙ্গে আমার দেখা করিয়েছিলেন ম্যাকোদা (শিবশঙ্কর পাল)। আমাকে বলেছিলেন, ফিটনেস ধরে রাখো। বাকিটা তোমাকে শিবশঙ্করই শিখিয়ে দেবে।’’ তিনি আরও বলেন, ‘‘ম্যাকোদা-ই আমাকে আউট সুইং করতে শিখিয়েছে। এখন সেটাই ভাল ভাবে রপ্ত করছি।’’

Advertisement

বুধবার শুরু থেকেই কল্যাণীর পিচ থেকে সাহায্য পেয়েছেন অনন্ত। ম্যাচের পরে বললেন, ‘‘আকাশে মেঘ থাকায় সুইং করাতে সমস্যা হয়নি। তবে নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা বেশি থাকলেও কোনও অসুবিধা হয়নি।’’ ছাত্রের সাফল্যে উচ্ছ্বসিত শিবশঙ্কর বললেন, ‘‘এই তো সবে শুরু। এখনও অনেক পথ এগোতে হবে অনন্তকে।’’ কালীঘাট কোচ সতীন্দ্র সিংহ বললেন, ‘‘এই মুহূর্তে বাংলার অন্যতম সেরা পেসার অনন্ত। ভাল প্রশিক্ষণ দিতে পারলে অশোক ডিন্ডার যোগ্য উত্তরসূরি হওয়ার ক্ষমতা রয়েছে ওর মধ্যে।’’ আর অনন্ত বললেন, ‘‘প্রত্যেক মুহূর্তে আমার ভুল শুধরে দিতে এগিয়ে আসেন সতীন্দ্র স্যর। এ ছাড়া ডিন্ডাদাও আমাকে দারুণ ভাবে সাহায্য করে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement