দ্রাবিড়ের দলকে শুভেচ্ছা কপিলের

বাংলাদেশে বৃহস্পতিবারই ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে অভিযান শুরু করছে। তার আটচল্লিশ ঘণ্টা আগে রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণপুষ্ট দলকে যুব বিশ্বকাপে ভাল করার জন্য উৎসাহ দিয়ে শুভেচ্ছা জানালেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

Advertisement
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৬ ০২:১৬
Share:

বাংলাদেশে বৃহস্পতিবারই ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে অভিযান শুরু করছে। তার আটচল্লিশ ঘণ্টা আগে রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণপুষ্ট দলকে যুব বিশ্বকাপে ভাল করার জন্য উৎসাহ দিয়ে শুভেচ্ছা জানালেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিরাশির প্রুডেনশিয়াল কাপ চ্যাম্পিয়ন ভারতীয় ক্যাপ্টেন বলেছেন, ‘‘অনূর্ধ্ব ঊনিশ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ভারতের প্রত্যেক ক্রিকেটারকে গুড লাক। ওদের নিজেদের ভাগ্য নিজেদেরই গড়ে নেওয়ার ক্ষমতা আছে বলে আমি মনে করি। ওরা যেন মনে রাখে, প্রচুর টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটার অনূর্ধ্ব ঊনিশ বিশ্বকাপে ভাল করার মাধ্যমে ভবিষ্যতে তারকা হয়ে উঠেছে। শুধু আমাদের দেশেরই নয়, অন্য দেশেও। বিরাট কোহলি, হাসিম আমলা, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুটের মতো এখনকার মহাতারকারা কোনও না কোনও অনূর্ধ্ব ঊনিশ বিশ্বকাপে তরুণ ক্রিকেটার ছিল, কিন্তু টুর্নামেন্টের পরেই সত্যিকারের প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন