Cricket

ফর্মে থাকা রাহুল নেই কেন টেস্টে, প্রশ্ন তুললেন কপিল

বেসিন রিজার্ভের প্রথম টেস্ট ম্যাচে ভারত হারার পরেই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিশ্বজয়ী অধিনায়ক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়া দিল্লি শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৩৮
Share:

ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে বিস্মিত কপিল। —ফাইল চিত্র।

প্রথম একাদশে বার বার পরিবর্তন, ফর্মে থাকা ক্রিকেটারকে বাইরে রেখে টেস্ট ম্যাচের দলগঠনে বিরক্ত দেশের প্রাক্তন অধিনায়ক কপিল দেব

Advertisement

বেসিন রিজার্ভের প্রথম টেস্ট ম্যাচে ভারত হারার পরেই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিশ্বজয়ী অধিনায়ক। বিস্মিত কপিল বলছেন, ‘‘দলে কেন এত পরিবর্তন? দল এমনভাবে তৈরি করা হোক, যাতে ক্রিকেটাররা আত্মবিশ্বাস পায়। একাধিক পরিবর্তনের কোনও অর্থই নেই। টিম ম্যানেজমেন্ট ফরম্যাট ভিত্তিক ক্রিকেটারদের দলে নেওয়ার পক্ষপাতী। লোকেশ রাহুল দারুণ ফর্মে ছিল। কিন্তু টেস্ট সিরিজে ওকে বাইরে রেখেই দল তৈরি হচ্ছে। কোনও ক্রিকেটার যখন ফর্মে রয়েছে, তখন তো তাকে খেলানোই উচিত।’’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে এসেছেন লোকেশ রাহুল। রঞ্জি ট্রফির সেমিফাইনালে নামার জন্য প্রস্ততি নিচ্ছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে রাহুল ২২৪ রান করেন।

Advertisement

আরও পড়ুন: বাংলার বিরুদ্ধে শেষ চারের স্কোয়াড ঘোষণা করল কর্নাটক, দলে ফিরলেন রাহুল

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ থেকে রাহুলের সংগ্রহ ২০৪ রান। এই পারফরম্যান্সের পরেও রাহুলের জায়গা হয়নি টেস্ট সিরিজে। কিউয়িদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় দল। নিউজিল্যান্ডের প্রশংসা করে কপিল বলছেন, ‘‘নিউজিল্যান্ডকে প্রশংসা না করে উপায় নেই। তিনটি ওয়ানডে এবং এই টেস্ট দারুণ খেলেছে ওরা। আমরা যদি ম্যাচটা খুব ভাল করে বিশ্লেষণ করি, তা হলে বলব দলে এতগুলো পরিবর্তন কেন আনা হচ্ছে। প্রতিটি ম্যাচেই নতুন দল খেলতে নামছে। দলে কারওরই জায়গা পাকা নয়। কারওর জায়গা যদি দলে নিশ্চিত না হয়, তা হলে তা সংশ্লিষ্ট ক্রিকেটারের ফর্মকেই প্রভাবিত করে।’’

ভারতের ব্যাটিংয়ে গভীরতা রয়েছে। বিরাট কোহালি, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানের মতো ব্যাটসম্যান থাকলেও প্রথম টেস্ট ম্যাচে ভারত দু’ ইনিংসে দুশো রানের গণ্ডি অতিক্রম করতে পারেনি। কপিল বলছেন, ‘‘ব্যাটিং অর্ডারে বড় বড় সব নাম। দুটো ইনিংসে যদি দুশো রানও না হয়, তা হলে জেতা সম্ভব নয়।’’

আরও পড়ুন: অতিরিক্ত সতর্ক হয়ে ব্যাট করতে গিয়ে রানের গতি কমছে, পূজারাদের কড়া বার্তা কোহালির

জিতলে ঢেকে যায় সব দুর্বলতা। হারলেই ধরা পড়ে সমস্যা ঠিক কোন জায়গায়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম হারের পরে ভারতীয় দলের দুর্বলতা প্রকট হয়ে উঠছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন