বিনয় কুমারের দুরন্ত হ্যাটট্রিক

নাগপুরের জামথা স্টেডিয়ামে বৃহস্পতিবার পেস বোলিং সহায়ক উইকেটের পুরো ফায়দা নেন বিনয়। পাঁচ দিনের ম্যাচে এই কারণে প্রথম দিনই ৪১ বারের চ্যাম্পিয়ন মুম্বই ৫৬ ওভারে অল আউট হয়ে যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৭ ০৩:৫৪
Share:

বিধ্বংসী: ৩৪ রানে ৬ উইকেট বিনয় কুমারের। ফাইল চিত্র

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে প্রথম দিনই কর্নাটককে এগিয়ে রাখলেন বিনয় কুমার। কর্নাটকের পেস বোলারের হ্যাটট্রিকের দাপটে মুম্বই প্রথম ইনিংসে মাত্র ১৭৩ রানে অলআউট হয়ে যায়। বিনয় শেষ পর্যন্ত ৩৪ রানে নেন ৬ উইকেট।

Advertisement

নাগপুরের জামথা স্টেডিয়ামে বৃহস্পতিবার পেস বোলিং সহায়ক উইকেটের পুরো ফায়দা নেন বিনয়। পাঁচ দিনের ম্যাচে এই কারণে প্রথম দিনই ৪১ বারের চ্যাম্পিয়ন মুম্বই ৫৬ ওভারে অল আউট হয়ে যায়। ব্যাট করতে নেমে কর্নাটক দিনের শেষে ১১৫-১। মুম্বইয়ের চেয়ে আর ৫৮ রানে পিছিয়ে কর্নাটক।

ফলে গ্রুপ ‘এ’র শীর্ষে শেষ করা কর্নাটক প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার দিকে। বিনয় তৃতীয় বোলার হিসেবে মুম্বইয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করার নজির গড়লেন। জাতীয় চ্যাম্পিয়নশিপের নক আউট পর্বে হ্যাটট্রিক করার দিক থেকেও বিনয় ষষ্ঠ বোলার হিসেবে রেকর্ড গড়লেন।

Advertisement

আরও পড়ুন: একাদশ আইপিএলের নিলামে হয়তো গেল ও অশ্বিন

বিনয় এ দিন প্রথমেই ফর্মে থাকা মুম্বই ওপেনার পৃথ্বী শ-কে (২) তুলে নিয়ে বড় ধাক্কা দেন। এর পরের ওভারে তিনি তুলে নেন আর এক ওপেনার জয় বিস্তা (১) এবং প্রায় একই ভাবে আকাশ পারেকরকে (০) আউট করে হ্যাটট্রিক করেন। মুম্বই এই সময়ে সাত রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল। সঙ্গে কর্নাটকের অভিমন্যু মিঠুন (৩১-১), শ্রীনাথ অরবিন্দদের বোলিংয়ে (২-৪৫) আরও চাপ বাড়ে মুম্বইয়ের ব্যাটিংয়ের উপর। মুম্বইয়ের ইনিংসে মাত্র তিন জন দু’অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন। যার মধ্যে ধবল কুলকার্নি ন’নম্বরে ব্যাট করতে নেমে ৭৫ রান না করলে আরও বড় লজ্জার মুখে পড়তে হতো মুম্বইকে। ধবলই তাদের সর্বোচ্চ রান করেন প্রথম ইনিংসে।

এক সময় ৭৪ রানে সাত উইকেট হারিয়ে মুম্বইয়ের ব্যাটিং ধুঁকছে, ধবল ১৩২ বলের ইনিংসে মুম্বইকে উদ্ধার করেন। তাঁর ইনিংস সাজানো নটা বাউন্ডারি এবং দুটি ছক্কা দিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement