সচিন, ধুতি ও কেরল

তারার আলোয় তৃতীয় আইএসএলের দল ঘোষণা করল কেরল ব্লাস্টার্স। দলের তিন সুপারস্টার মালিক সচিন তেন্ডুলকর, চিরঞ্জীবী ও নাগার্জুনের উপস্থিতিতে।

Advertisement
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৩:২৪
Share:

সচিনের ‘লুঙ্গি ডান্স’। নিজের আইএসএল দল কেরল ব্লাস্টার্সের জার্সি উদ্বোধনে। সঙ্গে রয়েছেন চিরঞ্জীবী ও নাগার্জুন। ছবি: টুইটার।

তারার আলোয় তৃতীয় আইএসএলের দল ঘোষণা করল কেরল ব্লাস্টার্স। দলের তিন সুপারস্টার মালিক সচিন তেন্ডুলকর, চিরঞ্জীবী ও নাগার্জুনের উপস্থিতিতে। এ বার দলে বেশ কিছু পরিবর্তন করেছে কেরল। কোচ হিসেবে এসেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন প্লেয়ার স্টিভ কপেল। নতুন মার্কি প্লেয়ার অ্যারন হিউজ। সোনার পাড়ের কেরলের প্রথাগত ধুতি ‘কেরলা মুন্ডু’ আর হলুদ জার্সি পরা সচিন ফুটবলারদের বলেন, ‘‘যে ফুটবলটা খেলার জন্য তোমাদের সবাই চেনে, পছন্দ করে সেটাই খেলো।’’ এ দিনই প্রাক-মরসুম প্রস্তুতির জন্য তাইল্যান্ডে উড়ে গেল কেরল ব্লাস্টার্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement