Kerala high court

শ্রীসন্থের উপর নির্বাসন বহাল রাখার নির্দেশ দিল কেরল হাইকোর্ট

শ্রীসন্থের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এ বিষয়ে সুপ্রিম কোর্টে যেতে পারেন শ্রীসন্থ। আদালতের নির্দেশ শোনার পর টুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ২২:৩৫
Share:

এস শ্রীসন্থ। ছবি: এএফপি।

আদালতের লড়াইয়ে ফের শ্রীসন্থকে টেক্কা দিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া(বিসিসিআই)।

Advertisement

শ্রীসন্থের উপর আজীবন নির্বাসনের নির্দেশ বহাল রাখল কেরল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কয়েক মাস আগেই শ্রীসন্থের উপর থেকে নির্বাসন তুলে নেওয়ার জন্য রায় দিয়েছিল কেরল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কেরল হাইকোর্টে আবেদন করে বিসিসিআই। এ দিন সেই মামলায় শ্রীসন্থের উপর নির্বাসন বহাল রাখার নির্দেশ দিল নভনীত প্রসাদ সিংহের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: ‘এসে দেখুন, পাকিস্তান অনেক বদলে গিয়েছে’

Advertisement

আরও পড়ুন: ভারতীয় দলের লাগাতার সাফল্যের মূল কারণ জানালেন রোহিত শর্মা

হাইকোর্টের এই নির্দেশের পরিপ্রেক্ষিতে কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জয়েস জর্জ বলেন, “শ্রীসন্থের সঙ্গে কেরল ক্রিকেট বোর্ড সব সময়ই ছিল। আমরা ওকে ম্যাচ ফিট করে তোলার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থাও করেছিলাম। কিন্তু আদালতের নির্দেশকে তো সম্মান করতেই হবে।”

শ্রীসন্থের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এ বিষয়ে সুপ্রিম কোর্টে যেতে পারেন শ্রীসন্থ। আদালতের নির্দেশ শোনার পর টুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা।

তিনি লেখেন “খুব খারাপ সিদ্ধান্ত। আমার জন্য কী কোনও বিশেষ আইন? আসল অপরাধীদের কী হবে? চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের কী হবে?” ? ? ? ? তাঁর আরও সংযোজন “আমি লড়াই চালিয়ে যাব। হাল ছাড়ব না।” ' তিনি আরও বলেন “লোঢা রিপোর্টে থাকা বাকি ১৩ অভিযুক্তের কী হবে? কেউ কি তাঁদের সম্পর্কে জানতে চান না? আমি আমার অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। ঈশ্বর মহান।” ?? ? 🇮🇳✌🏻💒

তাঁর আরও সংযোজন “আমি লড়াই চালিয়ে যাব। হাল ছাড়ব না।”

তিনি আরও বলেন “লোঢা রিপোর্টে থাকা বাকি ১৩ অভিযুক্তের কী হবে? কেউ কি তাঁদের সম্পর্কে জানতে চান না? আমি আমার অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। ঈশ্বর মহান।”

তিনি লেখেন “খুব খারাপ সিদ্ধান্ত। আমার জন্য কী কোনও বিশেষ আইন? আসল অপরাধীদের কী হবে? চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের কী হবে?” ? ? ? ? তাঁর আরও সংযোজন “আমি লড়াই চালিয়ে যাব। হাল ছাড়ব না।” ' তিনি আরও বলেন “লোঢা রিপোর্টে থাকা বাকি ১৩ অভিযুক্তের কী হবে? কেউ কি তাঁদের সম্পর্কে জানতে চান না? আমি আমার অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। ঈশ্বর মহান।”

তিনি লেখেন “খুব খারাপ সিদ্ধান্ত। আমার জন্য কী কোনও বিশেষ আইন? আসল অপরাধীদের কী হবে? চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের কী হবে?” ? ? ? ? তাঁর আরও সংযোজন “আমি লড়াই চালিয়ে যাব। হাল ছাড়ব না।” ' তিনি আরও বলেন “লোঢা রিপোর্টে থাকা বাকি ১৩ অভিযুক্তের কী হবে? কেউ কি তাঁদের সম্পর্কে জানতে চান না? আমি আমার অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। ঈশ্বর মহান।” ?? ? 🇮🇳✌🏻💒

তাঁর আরও সংযোজন “আমি লড়াই চালিয়ে যাব। হাল ছাড়ব না।”

তিনি আরও বলেন “লোঢা রিপোর্টে থাকা বাকি ১৩ অভিযুক্তের কী হবে? কেউ কি তাঁদের সম্পর্কে জানতে চান না? আমি আমার অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। ঈশ্বর মহান।”

তিনি লেখেন “খুব খারাপ সিদ্ধান্ত। আমার জন্য কী কোনও বিশেষ আইন? আসল অপরাধীদের কী হবে? চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের কী হবে?” ? ? ? ? তাঁর আরও সংযোজন “আমি লড়াই চালিয়ে যাব। হাল ছাড়ব না।” ' তিনি আরও বলেন “লোঢা রিপোর্টে থাকা বাকি ১৩ অভিযুক্তের কী হবে? কেউ কি তাঁদের সম্পর্কে জানতে চান না? আমি আমার অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। ঈশ্বর মহান।” ?? ? 🇮🇳✌🏻💒

তাঁর আরও সংযোজন “আমি লড়াই চালিয়ে যাব। হাল ছাড়ব না।”

তিনি আরও বলেন “লোঢা রিপোর্টে থাকা বাকি ১৩ অভিযুক্তের কী হবে? কেউ কি তাঁদের সম্পর্কে জানতে চান না? আমি আমার অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। ঈশ্বর মহান।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন