পিইউ চিত্রা। ছবি: সংগৃহীত।
এশিয়ান চ্যাম্পিনশিপে সোনা জিতেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার সুযোগ পাননি পিইউ চিত্রা। আদালতে মামলা করেও ব্যর্থ হয়েছেন। নামা হচ্ছে না লন্ডন মিটে। তবে কেরল সরকার চিত্রার জন্য বৃত্তির ব্যবস্থা করে দিল।
আরও খবর: নয়া নাটক, নিঃশব্দে সরানো হল সুধার নাম
চিত্রার আর্থিক অবস্থা ভাল না। তাই তাঁকে মাসে ১০ হাজার টাকা বৃত্তি দেবে কেরল সরকার। সঙ্গে প্রতিদিন তাঁর প্র্যাকটিস এবং খাওয়া-দাওয়ার জন্য পাঁচশো টাকা করে দেওয়া হবে। পাশাপাশি ফুটবলার সিকে বিনীতকেও চাকরির ব্যবস্থা করে দিল কেরল সরকার। কেন্দ্রীয় সরকারের চাকরি থেকে সম্প্রতি ছাঁটাই করা হয়েছিল বিনীতকে। অনিয়মিত হাজিরার জন্য। অবশ্য কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেন্দ্রকে আবেদন করেছিল বিনীতের ছাঁটাইয়ের ব্যাপারটা বিবেচনা করতে। তাতে অবশ্য লাভ হয়নি। তাই মুখ্যমন্ত্রী নিজেই উদ্যোগী হন বিনীতের চাকরির ব্যাপারে।
আরও খবর: চিত্রা নিয়ে কেন্দ্রকে নির্দেশ কেরল হাইকোর্টের
এ দিকে লন্ডন মিটে যাওয়া নিয়ে কম জলগোলা হয়নি। চিত্রাকে পাঠাতে আদালত পর্যন্তও গিয়েছিল রাজ্য সরকার। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এর মধ্যেই বিতর্কে জরিয়েছে ভারতীয় অ্যাথলেটিক সংস্থাও। নাম দিয়ে তুলে নেওয়ার মতও ঘটনা ঘটেছে। তার মধ্যেই লন্ডনে পৌঁছে গিয়েছে ভারতীয় অ্যাথলেটিক দল।