খালিদ-সুভাষ সংঘাতে উত্তপ্ত ইস্টবেঙ্গল শিবির

সুভাষ ফোনে বললেন, ‘‘মাঠে নেমে কোচিং করালেই কেউ কোচ হয় না কি? আই লিগে তো এক জন কোচ ছিল, সে কী করেছে? আমি দায়িত্ব নেওয়ার পরেই গোল খাওয়া কমেছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ০৫:২৬
Share:

অস্বস্তি: খালিদের সঙ্গে ফের দূরত্ব বাড়ল সুভাষের। ফাইল চিত্র

ইস্টবেঙ্গল সুপার কাপের ফাইনাল খেলতে নামবে শুক্রবার। অথচ টেকনিক্যাল ডিরেক্টর সুভাষ ভৌমিক এবং কোচ খালিদ জামিলের সংঘাতের জেরে ফের উত্তপ্ত আবহ। টিডি ও কোচ কেউ কারও সঙ্গে কথাই বলছেন না। ভুবনেশ্বরের খবর, বুধবার অনুশীলনে সুভাষ ছিলেন মাঠের বাইরে। খালিদ মাঠে। সুভাষ ফোনে বললেন, ‘‘মাঠে নেমে কোচিং করালেই কেউ কোচ হয় না কি? আই লিগে তো এক জন কোচ ছিল, সে কী করেছে? আমি দায়িত্ব নেওয়ার পরেই গোল খাওয়া কমেছে।’’

Advertisement

খালিদের সঙ্গে আপনার সম্পর্ক তা হলে ফের খারাপ? সুভাষ বললেন, ‘‘কে খালিদ? ফুটবলার খালিদের (আউচো) সঙ্গে তো সমস্যা হয়নি।’’ ডুডু ছাড়া এ দিন পুরো টিমই হালকা অনুশীলন করেছে। ডুডুকে পাওয়া যাবে না ধরে নিয়ে রণনীতি বদলাতে চান তিনি। খালিদ কি তা মানবেন? প্রশ্ন ফুটবলারদের অনেকেরই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement