World Badminton Championships

World Badminton Championship: দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে চমক প্রণয়ের, লক্ষ্য জিতলেও হার শ্রীকান্তের

বিশ্ব চ্যাম্পিয়নশিপে এগিয়ে চলেছেন এইচএস প্রণয় ও লক্ষ্য সেন। নিজেদের ম্যাচ জিতেছেন তাঁরা। কিন্তু হেরে ছিটকে গিয়েছেন কিদম্বি শ্রীকান্ত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৭:৪৩
Share:

এইচএস প্রণয়, লক্ষ্য সেন ও কিদম্বি শ্রীকান্ত। ফাইল চিত্র

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে চমক এইচএস প্রণয়ের। দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের কেন্টো মোমোতাকে স্ট্রেট গেমে হারিয়ে দিয়েছেন তিনি। জয়ের ধারা বজায় রেখেছেন লক্ষ্য সেন। স্পেনের প্রতিপক্ষকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী খেলোয়াড়। তাঁরা জিতলেও ছিটকে গিয়েছেন কিদম্বি শ্রীকান্ত। পুরুষ সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে চিনা প্রতিপক্ষের কাছে স্ট্রেট গেমে হেরে গিয়েছেন তিনি।

Advertisement

মোমোতার বিরুদ্ধে প্রথম থেকেই দাপট নিয়ে খেলেছেন প্রণয়। এক বারের জন্যও মনে হয়নি কোনও সমস্যা হচ্ছে তাঁর। প্রথম গেম ২১-১৭ ও দ্বিতীয় গেম ২১-১৬ ফলে জিতে যান ভারতীয় শাটলার। মোমোতার বিরুদ্ধে আটটি ম্যাচে এই প্রথম জিতেছেন তিনি।

কমনওয়েলথ গেমসের ছন্দেই খেলছেন লক্ষ্য। দ্বিতীয় রাউন্ডে স্পেনের লুই পেনালভেরের বিরুদ্ধে দাপটে জেতেন তিনি। লক্ষ্যর লম্বা র‌্যালির কোনও জবাব ছিল না লুইয়ের কাছে। প্রথম থেকেই পিছিয়ে পড়েন তিনি। প্রথম গেম ২১-১৭ জেতেন লক্ষ্য। দ্বিতীয় গেম জেতেন ২১-১০ ফলে। ম্যাচ জিততে এক ঘণ্টা ১২ মিনিট সময় লাগে তাঁর। গত বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন লক্ষ্য। তবে এ বার তাঁর পদক জয়ের সামনে বাধা প্রণয়। বৃহস্পতিবার প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন দুই ভারতীয়।

Advertisement

অন্য দিকে চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই পিছিয়ে ছিলেন শ্রীকান্ত। কোনও লড়াই দিতে পারেননি তিনি। ঝাও জুন পেংয়ের বিরুদ্ধে প্রথম গেম ১৮-২১ হারেন তিনি। পরের গেম হারেন ১৭-২১ ফলে। মাত্র ৩৪ মিনিটে শেষ হয়ে যায় খেলা।

পুরুষ ডাবলসে পরের রাউন্ডে উঠেছেন ভারতীয় জুটি এমআর অর্জুন ও ধ্রুব কাপিলা। তাঁরা হারিয়েছেন ডেনমার্কের কিম আস্ট্রুপ ও অ্যান্ডার্স স্কারুপ রাসমুসেন জুটিকে। খেলার ফল ভারতীয় জুটির পক্ষে ২১-১৭, ২১-১৬। অন্য দিকে মহিলা ডাবলসে ভারতীয় জুটি অশ্বিনী পোনাপ্পা ও এন সিক্কি রেড্ডি দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন