পুলিশের প্রতিবাদ, স্বস্তিতে খিদিরপুর

সিএবির প্রথম ডিভিশনের ম্যাচে শাহবাজ আহমেদ-কে খেলানো নিয়ে তপন মেমোরিয়ালের বিরুদ্ধে আগেই প্রতিবাদ জানিয়েছিল খিদিরপুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৩৩
Share:

পুলিশের প্রতিবাদে কিছুটা স্বস্তি খিদিরপুর স্পোর্টিং ক্লাবের কর্তাদের।

Advertisement

সিএবির প্রথম ডিভিশনের ম্যাচে শাহবাজ আহমেদ-কে খেলানো নিয়ে তপন মেমোরিয়ালের বিরুদ্ধে আগেই প্রতিবাদ জানিয়েছিল খিদিরপুর। একই ক্রিকেটারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশেরও অভিযোগ। খিদিরপুরের তরফ থেকে সিএবিকে যে অভিযোগপত্র দেওয়া হয়েছিল তার এখনও কোনও উত্তর দেওয়া হয়নি সিএবির তরফ থেকে। মঙ্গলবার ফোনে সে কথাই জানালেন খিদিরপুরের এক কর্তা। তিনি বলেন, ‘‘আমাদের চিঠির কোনও উত্তর এখনও দেওয়া হয়নি। হয়তো সে রকম গুরুত্ব দেওয়া হয়নি। তবে আমরা যে মিথ্যা অভিযোগ জানাইনি সেটা আজ বোঝা যাচ্ছে পুলিশের অভিযোগ দেখে।’’

খিদিরপুরের তরফ থেকে জানানো হয়েছে যে, ওই চিঠির কোনও উত্তর পাওয়া না গেলে তারা আরও একটি অভিযোগপত্র দেবে সিএবিকে। তিনি বলেন, ‘‘আমাদের বলা হয়েছিল এই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করা হবে। কিন্তু এখনও প্রত্যেকটি ম্যাচে ও খেলে চলেছে। উত্তর পাওয়া না গেলে আমরা শাহবাজ-এর বিরুদ্ধে আরও একটি প্রতিবাদপত্র সিএবি-কে দেব।’’

Advertisement

মঙ্গলবার বিকেলে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের শুভঙ্কর ভট্টাচার্য, পাপিয়া সুলতানা ও পুলিশের ম্যানেজার হাফিজুর রহমান। বৈঠক শেষে তাঁদের তরফে বলা হয়, ‘‘সিএবি-কে আমরা ঘটনাটি জানিয়েছি। প্রেসিডেন্ট জানিয়েছেন যে, এ বিষয়ে তদন্ত শুরু হবে। এই তদন্তের উপরে আমদের আস্থা রয়েছে।’’

ভিন রাজ্যের ক্রিকেটার হয়ে বাংলার পরিচয়পত্র দিয়ে খেলার অভিযোগ করা হয়েছে শাহবাজের বিরুদ্ধে। পাশাপাশি এও অভিযোগ উঠেছে, হরিয়ানার অনূর্ধ্ব-২৩ দলের হয়ে এ মরসুমেই তিনি খেলেছেন শাহবাজ খান নামে। পুলিশের প্রতিবাদের পরে তপন মেমোরিয়ালের এই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করা হয় কি না, এটাই এখন দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন