মানবিক উদ্যোগে প্রশংসিত সহবাগ

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ করেন সহবাগ। যা প্রশংসা কুড়িয়েছে গোটা দেশের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ ০৪:০৭
Share:

আবেগাপ্লুত: শিক্ষার্থী জওয়ান পুত্রদের নিয়ে উচ্ছ্বসিত সহবাগ।

বছরের শুরুতে পুলওয়ামায় জঙ্গিহানায় নিহত জওয়ানদের সন্তানেরা ক্রিকেট শিখছে বীরেন্দ্র সহবাগের স্কুলে। সঙ্গে চলছে তাদের পড়াশোনাও।

Advertisement

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ করেন সহবাগ। যা প্রশংসা কুড়িয়েছে গোটা দেশের। এ দিন পুলওয়ামায় জঙ্গিহানায় নিহত জওয়ানদের সন্তানেরা তাঁর স্কুলে ক্রিকেট খেলার পাশাপাশি পড়াশোনা করছে এমন ছবি টুইটারে পোস্ট করেন সহবাগ। সঙ্গে তিনি লেখেন, ‘‘তারকাদের সন্তান! ‘সহবাগ স্কুল’-এ এই দু’জনকে পাওয়াটা সৌভাগ্য। এ ছাড়াও আমি ভাগ্যবান কারণ এই বাচ্চাদের জীবনে এগিয়ে চলার পথে শরিক হতে পারছি। ব্যাটসম্যান অর্পিত সিংহ, পুলওয়ামা শহীদ রাম ভকিলের সন্তান। বোলার রাহুল সোরেং পুলওয়ামা শহীদ বিজয় সোরেং-এর সন্তান। জীবনে খুব কম বিষয়ই রয়েছে, যা এই আনন্দকে পিছনে ফেলতে পারে।’’

সহবাগের এই পোস্টের পরেই তাঁর প্রশংসা করে পাল্টা টুইট করেন ভক্তরা। এদেরই একজন প্রবীণ জৈন। তাঁর প্রতিক্রিয়া, ‘‘এক কথায় এই কাজের জন্য একটাই প্রতিক্রিয়া। তা হল সম্মান।’’

Advertisement

আর এক সহবাগ-ভক্ত সুজিত কুমার নায়ক টুইট করেন, ‘‘দারুণ ব্যাপার স্যর। প্রয়াত ওই জওয়ানেরা আমাদের জন্য জীবন দিয়েছেন। এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।’’

মহম্মদ কাশিম নামে এক ব্যক্তি টুইট করেন, ‘‘আপনাকে স্যালুট স্যর। আপনি একজন প্রকৃত নায়ক।’’

অশ্বিন শেট্টি বলে একজন টুইট করেন, ‘‘আপনার মতো এ রকম মনোভাবের আরও মানুষকে চাই। যাঁরা কেবল কথাই বলেন না। কাজেও করে দেখান।’’ সন্দীপ ধর বলে একজন টুইট করেন, ‘‘প্রাক্তন তারকা দেশের আগামী দিনের তারকাদের তৈরি করছেন। আপনাকে স্যালুট স্যর।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন