টি-টোয়েন্টির জনপ্রিয়তা দেখে সইদ কিরমানির মনে হচ্ছে, ভবিষ্যতে দশ ওভারের ম্যাচও দেখা যেতে পারে। ‘‘ব্যাপারটা ইন্টারেস্টিং হবে। এখন ক্রিকেটে অনেক বেশি গ্ল্যামার আর বাণিজ্য চলে এসেছে। লোকে টেকনিক দেখে না, ফলাফল চায়। দশ ওভারের ম্যাচ হলে সেটা আরও উত্তেজক হবে,’’ বলেছেন তিনি।