Gary Kirsten supports Dhoni

২০১৯ বিশ্বকাপে ধোনির সেরা খেলা দেখার অপেক্ষায় কার্স্টেন

ধোনি না কোহালি? টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ধোনির হাত থেকে চলে এসেছে বিরাটের কাছে। এ বার কি তা হলে ওয়ান ডে ক্রিকেটেরও নেতা পরিবর্তনের পালা? অনেকদিন ধরেই ভারতীয় ক্রিকেটের আকাশে বাতাসে এই প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৬ ২১:৪৭
Share:

ধোনি না কোহালি? টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ধোনির হাত থেকে চলে এসেছে বিরাটের কাছে। এ বার কি তা হলে ওয়ান ডে ক্রিকেটেরও নেতা পরিবর্তনের পালা? অনেকদিন ধরেই ভারতীয় ক্রিকেটের আকাশে বাতাসে এই প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে। ভারতে এসে সেই প্রশ্নের মুকেই পড়তে হল প্রাক্তন বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেনকে। তিনি অবশ্য ধোনির থাকার পক্ষেই বার্তা দিয়ে গেলেন। ধোনিকে সরানো মানে দলের বিপদ ডেকে আনা। তাঁর মতে, যদি ধোনিকে সরে যেতে হয় তা হলে ২০১৯ বিশ্বকাপে ভারত ম্যাচ উইনিং খেলা হারাবে। তিনি বলেন, ‘‘যদি ধোনি বিশ্বকাপ খেলে তা হলে তাঁর সেরা বিশ্বকাপ পারফর্মেন্স হয়তো দেখা যাবে এখানেই। আমি জানি না ও খেলবে কী না। তবে খেলার ঝুঁকিটা নিতে হবে।’’

Advertisement

গত কয়েক বছর ধরেই শুধু অধিনায়কত্ব নয় ধোনির খেলা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। অবসরের প্রশ্নের মুখে পড়তে হয়েছে বার। যা শুনে বিরক্তিও শোনা গিয়েছে ধোনির গলায়। এমন অবস্থায় সমালোচকদের বিরুদ্ধে ধোনির পাশেই দাঁড়াচ্ছেন কার্স্টেন। এক কথায় ধোনি সম্পর্কে তাঁর ব্যাখ্যা, ‘‘গ্রেট প্লেয়ার’’। আরও বলেন, ‘‘আমি যতবারই ভারতে আসি এই প্রশ্নটা শুনতে হয়। গত তিন বছরে আমার উত্তর বদলায়নি। আমি যাদের সঙ্গে কাজ করেছিল তাদের মধ্যে ধোনিই সেরা নেতা। আর ভারতীয় ক্রিকেটে গত ৯-১০ বছরে ধোনির রেকর্ডই সব প্রশ্নের উত্তর।’’

ধোনির সময় ভারতের সাফল্য নিয়েও মুখ খুলেছেন কার্স্টেন। তিনি বলেন, ‘‘ভারতের সেরা অধিনায়ক তিনি। এবং ওর সময়ে ভারত অনেক ট্রফি জিতেছে।’’ ২০১১ বিশ্বকাপ ধোনির নেতৃত্বেই জিতেছিল ভারত। সেই সময় ভারতের কোচ ছিলেন কার্স্টেন। তাঁর মতে ধোনির রেকর্ড ধোনির কথা বলে। বলেন, ‘‘ওর একদিনের ব্যাটিং রেকর্ডের দিকে দেখা উচিত। একজন ফিনিশার হিসেবে বিশ্বে ওর আগে কেউ নেই। তো ওর কোয়ালিটি নিয়ে কেউ প্রশ্ন তুললে বড় ভুল হবে। ওর সঙ্গে কাজ করার প্রতিটি মুহূর্ত খুব ভাল ছিল।’’

Advertisement

মুম্বইয়ে এক ক্রিকেট অ্যাকাডেমির ডাকে এসেছিলেন ভারতে। সেখানেই ধোনিকে নিয়ে নানা প্রশ্নের উত্তর দিতে হল। তবে দোনির অবসরের পক্ষে যে তিনি নেই তা পরিষ্কার বুঝিয়ে দিলেন। ‘‘প্রত্যেক প্লেয়ারেরই জীবনে এমন একটা সময় আসে। তাঁকে নিজেকেই সেই সিদ্ধান্ত নিতে হয়। ওর সিদ্ধান্ত ওর উপরই ছাড়া উচিত। আমি যখন ভারতীয় দলের কোচ ছিলান তখন ব্যাটিংয়ে রোটেশন পদ্ধতি চালু করেছিলাম। কারও ব্যাটিংয়ের কোনও নির্দিষ্ট জায়গা ছিল না।এমএস সেখানে দারুণ মানিয়ে নিয়েছিল। আমি সব সময় ওকে তখন ব্যাট করতে পাঠাতাম যখন জয়ের জন্য ভারতের ১০০ রান দরকার থাকত। বিশ্ব ক্রিকেট এই পজিশনে ওর থেকে ভাল কেউ নেই।’’

আরও খবর

জল্পনায় গম্ভীর, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণা বুধবার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন