KKR

আইপিএল নেই, অন্য মাঠে লড়াইয়ে কেকেআর, করোনার বিরুদ্ধে মানুষকে সচেতন করার অভিনব উদ্যোগ

ভারতে বাড়ছে করোনার প্রকোপ। তবু এখনও কিছু মানুষ নিয়মকানুন মানছেন না। তাঁদের সচেতন করতে এগিয়ে এল কলকাতা নাইট রাইডার্স।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২১ ১৯:১৪
Share:

অভিনব উদ্যোগ কলকাতার। ছবি আইপিএল

প্রতিনিয়ত ভারতে বাড়ছে করোনার প্রকোপ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুমিছিল। তবু এখনও বেশ কিছু মানুষ নিয়মকানুন মানছেন না। এ অবস্থায় তাঁদের সচেতন করতে এগিয়ে এল কলকাতা নাইট রাইডার্স।

Advertisement

একের পর এক মজার টুইট করে মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। প্রতিটি টুইটের সঙ্গেই রয়েছে ক্রিকেটের যোগাযোগ। তার সঙ্গে দলের ক্রিকেটারদের ছবি কার্টুনের সাহায্যে ব্যবহার করা হচ্ছে। গত কয়েকদিন ধরেই এই উদ্যোগ নেওয়া হয়েছে দলের তরফে।

কোনও টুইটে যেমন বলা হয়েছে, ‘নিখুঁত ভাবে ফিল্ডিং সাজিয়ে করোনাকে আউট করে দিন’। আবার কোনও টুইটে বলা হয়েছে, ‘সুযোগ পেলেই শট মারার কথা ভুলবেন না। টিকা নিন’। একটি টুইটে প্যাট কামিন্সের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘করোনা কিন্তু আপনার কাছে ১৫০ কিমিরও বেশি গতিবেগে আসে। সতর্ক থাকুন’।

Advertisement

বলা বাহুল্য, প্রতিটি টুইটই সমর্থকদের কাছে ব্যপক জনপ্রিয় হয়েছে। উল্লেখ্য, এখনও পর্যন্ত কেকেআর-এর চার জন করোনা সংক্রমিত হয়েছেন। প্রথম করোনা ধরা পড়ে বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়রের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন