Sports News

জ্বরের জন্য প্রথম টেস্ট খেলা হচ্ছে না লোকেশ রাহুলের

জ্বরের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা হচ্ছে না ওপেনার লোকেশ রাহুলের। যে কারণে প্রথম টেস্টে হয়তো ওপেন করতে দেখা যাবে শিখর ধবন ও অভিনব মুুকন্দকে। তবে বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত সুস্থ হয়ে উঠছেন লোকেশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৭ ২২:৩৭
Share:

শ্রীলঙ্কায় অনুশীলন ম্যাচে লোকেশ রাহুল। ছবি: এএফপি।

প্রথম টেস্টে কে ওপেন করবেন তা নিয়ে ছিল ধন্দ। কিন্তু একদিন আগে লোকেশ রাহুলের জ্বর তা থেকে হয়ত মুক্তি দিল টিম ম্যানেজমেন্টকে। যদিও একমাত্র লোকেশ রাহুলই ছিলেন নিয়মিত ওপেনার। শিখর ধবন দলে জায়গা পেয়েছেন মুরলী বিজয় চোট সারিয়ে না ফিরতে পারায়। অন্য দিকে অভিনব মুকুন্দও নতুন মুখ। কিন্তু যা অবস্থা তাতে প্রথম টেস্টে লোকেশকে পাচ্ছে না ভারতীয় দল। ভাইরাল ফিভারে আক্রান্ত তিনি। বিসিসিআই প্রেস রিলিজ দিয়ে সে কথা জানিয়ে দিয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য লোকেশকে প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে। বিসিসিআই প্রেস রিলিজে লেখে, ‘‘বিসিসিআই মেডিক্যাল টিম জানিয়েছে লোকেশ রাহুল এই মুহূর্তে ভাইরাল ফিভারে আক্রান্ত। যদিও চিন্তার কিছু নেই। দ্রুত সুস্থ হয়ে উঠছে। যাতে মেডিক্যাল টিম তাঁর দ্রুত সুস্থতা নিয়ে নিশ্চিত।’’

Advertisement

আরও খবর: বিশ্বকাপ শেষে ঝুলন-মিতালিদের রিপোর্ট কার্ডে কী থাকল?

বিসিসিআই আরও জানিয়েছে, ‘‘ঝুঁকি না নেওয়ার জন্য প্রথম টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে লোকেশকে।’’ ২৬ জুলাই থেকে গলে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। প্রায় তিন মাস পর চোট সারিয়ে ফিরেছিলেন লোকেশ। কিন্তু প্রথম টেস্টে খেলা হচ্ছে না। যদিও রবিবার দলের সঙ্গে কলম্বো থেকে গলে পৌঁছেছেন লোকেশ। সোমবার অনুশীলনেও নামতে পারেননি তিনি। তাঁর অবর্তমানে শিখর ধবন ও অভিনব মুকুন্দেরই ওপেন করার কথা। খেলতে না পারায় হতাশ রাহুল। বলেন, ‘‘তিন মাস আগে এমনই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলাম। কিন্তু শরীর ঠিক না থাকলে কিছু করার থাকে না। শুধু দ্রুত ফেরার চেষ্টা করা যেতে পারে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন