Sport News

এই সচিনকে আপনি চেনেন?

বাইশ গজের বাইরে কিন্তু বিশ্ব দেখেছে সেই মানুষটার সম্পূর্ণ অন্য একটা মুখ। উদার, সহনশীল এবং ত্রাতার ভূমিকায়।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৪ জুন ২০১৮ ০৯:৪৬
Share:

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সচিন।

বাইশ গজে তাঁর আক্রমণাত্মক মুখ দেখেছে ক্রিকেট বিশ্ব। দাপুটে বোলারদের নির্দয় ভাবে বাউন্ডারির বাইরে পাঠাতে ইতস্তত করতেন না তিনি।

Advertisement

বাইশ গজের বাইরে কিন্তু বিশ্ব দেখেছে সেই মানুষটার সম্পূর্ণ অন্য একটা মুখ। উদার, সহনশীল এবং ত্রাতার ভূমিকায়। সম্প্রতি সেই মানুষটারই আরও একটা মুখ ধরা পড়ল। যা হয়ত অনেক মানুষই জানতেন না। তিনি ক্রিকেট লেজেন্ড ‘মাস্টার ব্লাস্টার’ সচিন তেন্ডুলকর।

কোনও ক্রিকেটার হিসেবে নয়, এক জন পশুপ্রেমী সচিনকে দেখল গোটা বিশ্ব। তাঁর পশুপ্রেমের সেই দৃশ্য এখন ভাইরাল। ভিডিওটি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

Advertisement

দেখুন ভিডিয়ো

গত বৃহস্পতিবার সকালের ঘটনা। সচিন দেখেন তাঁর বাড়ির ব্যালকনিতে একটি চিল বসে রয়েছে। রীতিমতো অসুস্থই ছিল সেটি। ওড়ার ক্ষমতা ছিল না। তার উপর কাকেরা এসে হামলা চালাচ্ছিল। মাস্টার ব্লাস্টারকে তখন ত্রাতার ভূমিকায় দেখা গেল। চিলটিকে তিনি খাওয়ান। সেটির শুশ্রূষা করেন। গোটা ঘটনাটাই ক্যামেরাবন্দি করেছিলেন তিনি।

ওই দিন সন্ধেতেই সচিন মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। তারাই পাখিটিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, চিলটি ছিল জুভেনাইল ব্ল্যাক প্রজাতির। প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেশন হয়ে যাওয়ায় সেটি কাহিল হয়ে পড়ে। উদ্ধার করার পর সেটির আইস বাথের ব্যবস্থা করা হয়। শুশ্রূষার পর তিন দিনের মধ্যেই চিলটি সুস্থ হয়ে ওঠে। তার পর তাঁকে ছে়ড়ে দেওয়া হয়।

ভিডিয়োতে সকলের উদ্দেশে সচিনকে সচেতনতা বার্তা দিতেও দেখা গিয়েছে। তিনি বলেন, যে ভাবে উষ্ণায়ণের কারণে গরম বাড়ছে, আপনাদের কাছে অনুরোধ, যদি বাড়ির বাইরে বা ছাদে ছোট পাত্রের মধ্যে জল রাখেন তা হলে পাখিদের পক্ষে ভালই হয়। আশা করি এটুকু কাজ আপনারা করবেন। ‘ডু ইওর বিট’।”

ভিডিয়োটি ফেসবুকে ১০ লক্ষ বার দেখা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। লাইক পড়েছে ৫৪ হাজার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন