বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর এবং ইশান্ত শর্মার পর ডিডিসিএ প্রসঙ্গে এ বার অরুণ জেটলির পাশে দাঁড়ালেন বিরাট কোহলি। টুইট করে তিনি বলেন, “জেটলি বরাবরই ক্রিকেটারদের ভালর জন্য কাজ করেছেন। এর জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ।”
ডিডিসিএ-তে দুর্নীতি নিয়ে জেটলির বিরুদ্ধে আঙুল তুলেছিল আম আদমি পার্টি। এমনকী তাঁর পদত্যাগেরও দাবি করেছে আপ। কিন্তু তাদের সেই দাবিকে নস্যাত্ করতেই অরুণ জেটলির পাশে একের পর এক ক্রিকেটার এসে দাঁড়ান।