তেরঙ্গা উড়িয়ে হাজতে কোহলির পাক-ভক্ত

বিরাট কোহলির অসাধারণ ব্যাটিংয়ে এতটাই মোহিত হয়ে পড়েছিলেন যে প্রিয় ক্রিকেটারের সাফল্য উজ্জাপন করতে নিজের বাড়ির মাথায় উড়িয়ে দেন ভারতের তেরঙ্গা।

Advertisement
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৬ ০২:৫৬
Share:

বিরাট কোহলির অসাধারণ ব্যাটিংয়ে এতটাই মোহিত হয়ে পড়েছিলেন যে প্রিয় ক্রিকেটারের সাফল্য উজ্জাপন করতে নিজের বাড়ির মাথায় উড়িয়ে দেন ভারতের তেরঙ্গা। তাতেই বিপত্তি। দেশের শান্তি বিঘ্নিত করার অপরাধে পুলিশ এসে গ্রেফতার করে উমর দরাজকে! ঘটনাটি পাকিস্তানে, পাক-পঞ্জাবের ওকারা জেলায়। যেখানে গতকাল বিরাট কোহলির অন্ধ-ভক্ত উমর দরাজ অ্যাডিলেডের ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচের শেষে বিরাটের সম্মানে নিজের বাড়ির ছাদে উড়িয়েছিলেন ভারতীয় পতাকা। যে অপরাধে তাঁকে গ্রেফতার করে পতাকাটি আটক করে পাক পুলিশ। উমরকে আদালতে তোলা হলে বিচারপতি তাঁকে পুলিশি হেফাজতেও পাঠান। কিন্তু কিছুতেই দমার পাত্র নন বিরাট কোহলির এই এক নম্বর ফ্যান। বলেছেন, ‘‘আমি বিরাট কোহলির বিশাল ভক্ত। ওর জন্যই ভারতীয় টিমকে সাপোর্ট করি। বিরাটকে কতটা ভালবাসি সেটা বোঝাতেই নিজের বাড়িতে ভারতের পতাকা তুলেছি। কোনও আক্ষেপ নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement