Sports News

জাডেজার নির্বাসন নিয়ে আইসিসিকেই একহাত নিলেন বিরাট

আইসিসি র‌্যাঙ্কিংয়ে সেরা বোলার ও অল-রাউন্ডার জাডেজাকে এক ম্যাচ নির্বাসিত হতে হয়েছে। ২৪ মাসে ছ’টি ডিমেরিট পয়েন্টের জন্যই এই নির্বাসন। জাডেজার ভুল ছিল মাঠের মধ্যে বল ছুঁড়ে ফেলা। যেটাকে আইসিসি বিপজ্জনক বলে ব্যাখ্যা করছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ২২:৫১
Share:

রবীন্দ্র জাডেজা ও বিরাট কোহালি। ছবি: রয়টার্স।

মাঠের মধ্যে ঠিক কেমন ব্যবহার করা উচিত। ঠিক কতটা সচেতন হওয়া উচিত বা আবেগের উপরই বা কতটা নিয়ন্ত্রণ রাখা উচিত। এই সব নিয়মগুলো প্লেয়াররা সঠিকভাবে জানেন না। ঠিক যে কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্টে নির্বাসিত হতে হয়েছে রবীন্দ্র জাডেজাকে। আর তাঁকে কেন্দ্র করেই বিরাটের দাবি আইসিসির এই সব নিয়ম যেন আরও একটু ধারাবাহিক হয়। যে সবাই ওয়াকিবহাল থাকেন এ ব্যাপারে। ভারত অধিনায়ক বলেন, ‘‘আমার মনে হয় প্লেয়ারদের এই সব নিয়ম সম্পর্কে আরও ভাল মতো জানা প্রয়োজন। আশা করব এখন থেকে গাইড লাইন সবার জন্যই সমান হবে। পরিস্থিতির উপর যাতে এই নিয়মের হেরফের না হয়।’’

Advertisement

আরও পড়ুন

ভারতের সামনে হোয়াইট ওয়াশের লক্ষ্য

Advertisement

বিসিসিআই ভগবানের উপরে নয়: শ্রীসন্থ

আইসিসি র‌্যাঙ্কিংয়ে সেরা বোলার ও অল-রাউন্ডার জাডেজাকে এক ম্যাচ নির্বাসিত হতে হয়েছে। ২৪ মাসে ছ’টি ডিমেরিট পয়েন্টের জন্যই এই নির্বাসন। জাডেজার ভুল ছিল মাঠের মধ্যে বল ছুঁড়ে ফেলা। যেটাকে আইসিসি বিপজ্জনক বলে ব্যাখ্যা করছে। কোহালি বলেন, ‘‘সবার আগে আমাদের এটা নিশ্চিত হওয়া প্রয়োজন কোন কোন কাজ এই তালিকায় পড়ছে। মাঠে থাকার সময় প্লেয়ারদের কী কী মাথায় রাখতে হবে। মাঠে অনেক কিছুই ঘটে। এটা হয়তো খুব ছোট বিষয়। কিন্তু প্লেয়াররা যদি সেই অন্যায় করে তা হলে শাস্তি পেতেই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন