দুই ভারতীয় ওপেনার শিখর ধবন আর মুরলী বিজয় টেস্টে কেরিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠে এলেন। কিন্তু ‘মেন ইন ব্লু’র টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলি র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে চলে গেলেন। সদ্য প্রকাশিত ব্যাটসম্যানদের আইসিসি র্যাঙ্কিংয়ে কোহলি নেমে গিয়েছেন এগারোয়। বিজয় তিন ধাপ উঠে আছেন ২০-তে। ধবন ১৫ ধাপ উঠে আছেন ৪৫-এ। কুমার সঙ্গকারাকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছেন স্টিভন স্মিথ। ফতুল্লা টেস্টে সেঞ্চুরি ফসকালেও অজিঙ্ক রাহানেও র্যাঙ্কিংয়ে চার ধাপ উঠে এসেছেন। তিনি আছেন কেরিয়ার সেরা ২২-এ। বোলারদের র্যাঙ্কিংয়ে রবিচন্দ্রন অশ্বিন আর বাংলাদেশের সাকিব আল হাসান এক ধাপ উঠে যথাক্রমে ১২ ও ১৬ নম্বরে আছেন।