প্রতিপক্ষ নয় আসল পরিবেশ, মত বিরাটদের

তবে চলতি ফর্ম ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতাই যে চূড়ান্ত দল বাছাইয়ের সময় প্রাধান্য পায়, এটাও জানিয়ে দিতে ভুললেন না বিরাটদের ব্যাটিং কোচ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৭ ১১:৩৬
Share:

উৎসব: মুরলী বিজয়ের সেঞ্চুরির পরে ভারতীয় ওপেনারের সঙ্গে বিরাট কোহালির ‘ড্যাব ডান্স’। ছবি: পিটিআই

যে দলকে তিন মাস আগেই তাদের দেশে গিয়ে টানা ন’টা ম্যাচে হারিয়ে এসেছে ভারত, ফের তাদেরই ডেকে এনে দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সফরের প্রস্তুতি?

Advertisement

নাগপুরে ও কোটলার প্রথম দিনই শ্রীলঙ্কার জঘন্য পারফরম্যান্সের পরে এই প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের ক্রিকেট মহলে। তবে ধারণাটা যে ঠিক নয়, তা এ দিন ফিরোজ শাহ কোটলায় শেষ টেস্ট শুরুর আগেই সাফ জানিয়ে দেন বিরাট কোহালি।

ভারত অধিনায়কের বক্তব্য, ‘‘আমরা যে মানসিকতায় প্রস্তুতি নিচ্ছি, সেটা বোধহয় অনেকের ঠিকমতো বুঝতে ভুল হচ্ছে। আমরা কখনও কোনও প্রতিপক্ষকেই হাল্কা ভাবে নিইনি। আমরা এই সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে মিল আছে, এমন পরিবেশ চেয়েছিলাম। যাতে এ রকম পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমাদের অসুবিধা না হয়। কাদের বিরুদ্ধে খেলছি, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, কী রকম পরিবেশে খেলছি, সেটাই আসল।’’

Advertisement

কোটলার উইকেটে যে আরও ঘাস আশা করেছিলেন, তাও গোপন রাখলেন না স্পষ্টবক্তা কোহালি। টিভি-তে বলেন, ‘‘প্রথম সেশনে ব্যাট করার চ্যালেঞ্জটা নিতে চাইছি। এখানে প্রথম সেশনে বোলারদের জন্য কিছু থাকবে বলেই মনে হচ্ছে, তাই। আসলে যে পরিবেশে সিমাররা সুবিধা পায়, সেই পরিবেশে প্রথম সেশনে ব্যাট করে দেখে নিতে চাই আমরা।’’

আরও পড়ুন: বিরাট-বিজয় জুটির শোভা

কোহালি যেমন ভেবেছিলেন, তেমন অবশ্য হয়নি কোটলার প্রথম সেশনে। তা ছাড়া শ্রীলঙ্কার বোলিংয়েও তেমন ধার ছিল না। কিন্তু দিনের শেষে সাংবাদিক বৈঠকে ফের সেই প্রশ্ন ওঠে। এ বার ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের কাছে। তিনিও বলেন, ‘‘আমাদের দেশের আবহাওয়ায় এত বৈচিত্র রয়েছে যে, পিচও বিভিন্ন রকমের হয়। আমরা গতি ও বাউন্সে ভরা ঘাসের উইকেট চাইলেও তাই সব কিউরেটরের পক্ষে তা দেওয়া সম্ভব না।’’ মুম্বইয়ের মতো উইকেট যেমন দিল্লিতে পাওয়া সম্ভব না, তেমনই ইডেনের মতো উইকেট যে নাগপুরে পাওয়াও সম্ভব না, এই সত্যিটাও মেনে নিতে দ্বিধা নেই বঙ্গারের।

তবে অজিঙ্ক রাহানের পারফরম্যান্সে তিনি বেশ চিন্তিত। এ দিনেরটা নিয়ে শেষ পাঁচটা ইনিংসে মুম্বই ব্যাটসম্যানের রান সব মিলিয়ে সাত। ভারতীয় শিবিরের পক্ষে যা মোটেই ভাল খবর নয়। এই প্রসঙ্গে ব্যাটিং কোচ বলছেন, ‘‘এ ভাবে বারবার আউট হয়ে ও নিশ্চয়ই খুব হতাশ। ছেলেটা যথেষ্ট পরিশ্রম করে। কিন্তু শট বাছাইয়েই গোলমাল করে ফেলছে। তবে ও খুব ভাল ক্রিকেটার। বিদেশেও ওর রেকর্ড খুব ভাল। ও ঠিক ফর্মে ফিরে আসবে।’’ শিখর ধবনের ২৩ রানে আউট হয়ে যাওয়া ও মুরলী বিজয়ের দেড়শো রানের পরে অনেকে ভাবতেই পারেন ওপেনারের দৌড়ে ধবনকে অনেকটা পিছনে ফেলে দিলেন বিজয়। কিন্তু তাঁকে আশ্বস্ত করেই বাঙ্গার বলছেন, ‘‘ধবন শ্রীলঙ্কাতে ভাল ব্যাটিং করেছিল। এই সিরিজেও একটা ভাল ইনিংস খেলেছে (ইডেনে ৯৪)। বিপক্ষে যদি একজন বাঁ-হাতি বোলার ও অফস্পিনার থাকে, তা হলে সেই অনুযায়ীই কম্বিনেশন তৈরি করতে হয়। সেখানে ডান-বাঁ জুটি কার্যকর হলে, তা-ই বাছতে হবে।’’ তবে চলতি ফর্ম ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতাই যে চূড়ান্ত দল বাছাইয়ের সময় প্রাধান্য পায়, এটাও জানিয়ে দিতে ভুললেন না বিরাটদের ব্যাটিং কোচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন