রোহিতের কাছে আবদার বিরাটের

মধুচন্দ্রিমা শেষ করে দিল্লিতে ফিরে এসেছেন বিরাট-অনুষ্কা শর্মা। মঙ্গলবার তাঁরা কোহালির আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৭ ০৪:৪৩
Share:

জুটি: দিল্লিতে বিরাটের অত্মীয়ের বাড়িতে বিরুষ্কা। টুইটার

বিরাট কোহালির বিয়ের পরে রোহিত শর্মা টুইট করে প্রস্তাব দিয়েছিলেন, ‘হাজব্যান্ড নোটবুকটা তোমার সঙ্গে ভাগ করে নিতে চাই।’ এ বার কোহালি সেই টুইটের জবাব দিলেন। ভারত অধিনায়ক তাঁর সতীর্থকে টুইট করলেন, ‘হা, হা, হা, অনেক ধন্যবাদ। তবে এর পাশাপাশি ডাবল সেঞ্চুরির হ্যান্ডবুকটাও ভাগ করে নিও।’

Advertisement

মধুচন্দ্রিমা শেষ করে দিল্লিতে ফিরে এসেছেন বিরাট-অনুষ্কা শর্মা। মঙ্গলবার তাঁরা কোহালির আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ২১ ডিসেম্বর বিরুষ্কার রিসেপশনের পার্টি দিল্লিতে। এর পর ২৬ তারিখ মুম্বইয়ে ক্রিকেটার এবং বলিউড তারকাদের নিয়ে আর এক প্রস্থ অনুষ্ঠান। তার পরেই ভারতীয় দল উড়ে যাবে দক্ষিণ আফ্রিকা সফরে।

তারই মাঝে যে ক্রিকেট ভাবনা শুরু হয়ে গিয়েছে কোহালির, সেটা বোঝা যাচ্ছে। ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা নিয়ে এর আগে কোহালি বলেছিলেন, ‘‘আমি যদি তাড়াতাড়ি ব্যাট করার সুযোগ পাই, তা হলে ডাবল সেঞ্চুরি করার একটা সুযোগ থাকে।’’ সে সময়ই রোহিতের প্রসঙ্গ ওঠায় কোহালির বক্তব্য ছিল, ‘‘রোহিত একবার জমে গেলে বিধ্বংসী হয়ে ওঠে। শেষ দিকে ওকে থামানো প্রায় অসম্ভব। এত শট আছে ওর হাতে। সে জন্য ওর ডাবল সেঞ্চুরি করার সুযোগ থাকে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement