Sports News

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হচ্ছে কলকাতা-মুম্বইয়ে

বৃহস্পতিবারই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল তাদের ম্যাচ আয়োজনের সম্মতি জানিয়ে দিয়েছে বিসিসিআইকে। বিসিসিআই সূত্রের খবর শুক্রবারের মধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে সবুজ সঙ্কেত এসে যাবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ২১:৪৩
Share:

কলকাতা ও মুম্বইয়ের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের যে ম্যাচ হওয়া নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল এই দুই ভেন্যুতে তা আপাতত মিটে গিয়েছে। সে কারণে ২৯ অক্টোবর চতুর্থ ওয়ান ডে হচ্ছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। অন্য দিকে ৪ নভেম্বর কলকাতায় হওয়ার কথা ছিল প্রথম টি২০ ম্যাচটি, তাও হচ্ছে। এ বার তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের দিকে তাঁকিয়ে সকলে। সেখানে ১১ নভেম্বর শেষ টি২০ হওয়ার কথা।

Advertisement

বৃহস্পতিবারই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল তাদের ম্যাচ আয়োজনের সম্মতি জানিয়ে দিয়েছে বিসিসিআইকে। বিসিসিআই সূত্রের খবর শুক্রবারের মধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে সবুজ সঙ্কেত এসে যাবে।

বোর্ডের একটি সূত্রের খবর, এই মুহূর্তে এমসিএ-তে প্রশাসনিক সমস্যা চলছে। সই করার লোক নেই। বিসিসিআই আপাতত সরাসরি ম্যাচের জন্য টাকা দেবে ভেন্ডরদের। পরে অ্যাসোসিয়েশনের সঙ্গে হিসেব করে নেবে। বৃহস্পতিবার বিসিসিআই ও এমসিএ এই মর্মে একটি চুক্তি করেছে।

Advertisement

আরও পড়ুন
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে দলে ঋষভ, ফিরলেন শামি

সমস্যার শুরু ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে। বিসিসিআই ও কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স অতিরিক্ত টিকিট চেয়ে বসায় বেকে বসে সব অ্যাসোসিয়েশন। তবে শেষ পর্যন্ত দুই পক্ষই একটা জায়গায় এসে সমস্যার সমাধান করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement