রোনাল্ডিনহোদের হারাল কলকাতা

ফুটসলের প্রথম দিন গোল করতে পারলেন না রোনাল্ডিনহো। তাঁর টিম গোয়া এ দিন ২-৪ গোলে হেরে গেল কলকাতার কাছে। যে টিমের অধিনায়ক হের্নান ক্রেসপো। উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে ৪-২ হারাল রায়ান গিগসের মুম্বই।

Advertisement
শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৬ ০৩:১৬
Share:

অন্য মেজাজে রোনাল্ডিনহো-ফিগো। চেন্নাইয়ে। -টুইটার

ফুটসলের প্রথম দিন গোল করতে পারলেন না রোনাল্ডিনহো। তাঁর টিম গোয়া এ দিন ২-৪ গোলে হেরে গেল কলকাতার কাছে। যে টিমের অধিনায়ক হের্নান ক্রেসপো। উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে ৪-২ হারাল রায়ান গিগসের মুম্বই।

Advertisement

রোনাল্ডিনহোকে নিয়ে রীতিমতো হইহই পড়ে যায় চেন্নাই দর্শকদের মধ্যে। চেনা স্টাইলে মাথা ঝুঁকিয়ে ব্রাজিলীয় তারকা দর্শকদের অভিবাদন গ্রহণ করেন। মুখে সারাক্ষণ শিশুর মতো সেই হাসি। কিন্তু শেষ পর্যন্ত রোনাল্ডিনহোর পা থেকে কোনও গোল এল না। ১৭ জুলাই বেঙ্গালুরুর বিরুদ্ধে চেন্নাইয়েই দ্বিতীয় ম্যাচ গোয়ার। সেই ম্যাচে ৩৬ বছরের রোনাল্ডিনহো চমক দেখাতে পারেন কি না, অপেক্ষায় চেন্নাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement